‘চুল বড় রাখা আম্মুর খুব পছন্দের’

খবর রটেছিল জাতীয় দলে সুযোগ না পাওয়া পর্যন্ত নাকি চুল কাটবেন না এনামুল হক বিজয়। প্রায় তিন বছর পর দলে ফিরেছেন। জানালেন অন্য কোন কারণ নয়, মায়ের পছন্দেই রেখেছেন লম্বা চুল। মায়ের পছন্দ আপাতত থাকছে এমন সজ্জা।
Anamul Haque Bijoy
এনামুল হক বিজয়। ছবি: ফিরোজ আহমেদ

খবর রটেছিল জাতীয় দলে সুযোগ না পাওয়া পর্যন্ত নাকি চুল কাটবেন না এনামুল হক বিজয়। প্রায় তিন বছর পর দলে ফিরেছেন।  জানালেন অন্য কোন কারণ নয়, মায়ের পছন্দেই রেখেছেন লম্বা চুল।  মায়ের পছন্দ আপাতত থাকছে এমন সজ্জা।  

সোমবার তামিমের সঙ্গে নেটে অনেকক্ষণ ব্যাট করার পর সাইড লাইনে এসেও নক করে যাচ্ছিলেন। বহুদিন পর পাওয়া সুযোগ কাজে লাগানোর তাগিদ বোঝা যাচ্ছিল তার ভেতর। নতুনভাবে ফিরে এসেছেন, সঙ্গে নতুন বেশ। বাবা পছন্দ না করলেও তার মা চান ঝাঁকড়া চুল নিয়েই পারফর্ম করুক ছেলে,   ‘আসলে চুল বড় রাখা আমার আম্মুর খুব পছন্দের। বাবা যদিও পছন্দ করে না। তবে আম্মু পছন্দ করে। আম্মুর জন্যই রাখা। আম্মু বলছে যে চুল বড়ই থাক। অনেক দিন পর জাতীয় দলে আসছো,বড়ই থাক। মন দিয়ে খেলো। দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করো। পরে যদি মনে চায় ফেলে দিয়ো।’

ছবি: ফিরোজ আহমেদ
এনামুলের চুলের সঙ্গে ভারতের মাহেন্দ্র সিং ধোনীর এক সময়ের চুলের ফ্যাশনের মিল আছে। দুজনের জার্সি নাম্বারও এক। তবে ধোনীকে দেখে নয়, মায়ের পছন্দেই চুল বড় রেখেছেন তিনি, ‘সে রকম না। তবে জার্সি নম্বর দেখে সেটা মনে হতে পারে। কিন্তু তা নয়। গত কালও এটা নিয়ে কথা হয়েছে। আম্মু বললো চুল থাকুক। চুল নিয়ে চিন্তা করার দরকার নাই। ভালো করে খেলো।’

Comments

The Daily Star  | English

77.78% students pass HSC, equivalent exams

A total of 77.78 percent students passed this year’s Higher secondary Certificate (HSC) and equivalent examinations

1h ago