‘চুল বড় রাখা আম্মুর খুব পছন্দের’
খবর রটেছিল জাতীয় দলে সুযোগ না পাওয়া পর্যন্ত নাকি চুল কাটবেন না এনামুল হক বিজয়। প্রায় তিন বছর পর দলে ফিরেছেন। জানালেন অন্য কোন কারণ নয়, মায়ের পছন্দেই রেখেছেন লম্বা চুল। মায়ের পছন্দ আপাতত থাকছে এমন সজ্জা।
সোমবার তামিমের সঙ্গে নেটে অনেকক্ষণ ব্যাট করার পর সাইড লাইনে এসেও নক করে যাচ্ছিলেন। বহুদিন পর পাওয়া সুযোগ কাজে লাগানোর তাগিদ বোঝা যাচ্ছিল তার ভেতর। নতুনভাবে ফিরে এসেছেন, সঙ্গে নতুন বেশ। বাবা পছন্দ না করলেও তার মা চান ঝাঁকড়া চুল নিয়েই পারফর্ম করুক ছেলে, ‘আসলে চুল বড় রাখা আমার আম্মুর খুব পছন্দের। বাবা যদিও পছন্দ করে না। তবে আম্মু পছন্দ করে। আম্মুর জন্যই রাখা। আম্মু বলছে যে চুল বড়ই থাক। অনেক দিন পর জাতীয় দলে আসছো,বড়ই থাক। মন দিয়ে খেলো। দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করো। পরে যদি মনে চায় ফেলে দিয়ো।’
Comments