নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে আগুন
নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে আজ (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকালে আগুন লাগায় দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্কের দমকল বিভাগ।
সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে অবস্থান করছিলেন।
এনবিসি নিউজের এক টুইটার বার্তায় বলা হয়, আশা করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং এতে কেউ আহত হননি।
সিবিসি নিউজ জানায়, স্থানীয় সময় সকাল ৭টার খানিক আগে ৬৮তলা ভবনের ছাদের কাছে আগুন লাগে। নির্বাচনে জয় লাভ করার আগে ট্রাম্প এখানে থাকতেন।
দমকল বাহিনীর কর্মীরা আগুন নিভাচ্ছেন এমন ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয় বিভিন্ন সংবাদমাধ্যমের পক্ষ থেকে।
Comments