এশিয়ার ৩৫০ সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়
এশিয়ার ৩৫০ সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০১৮ সালের টাইমস হাইয়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ এই তথ্য জানা যায়।
লন্ডন-ভিত্তিক টাইমস হাইয়ার এডুকেশন এই খবরটি ফ্যাক্সের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামানকে জানান। ফ্যাক্স বার্তায় সংগঠনটির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদও জানানো হয়।
আগামী ৫-৭ ফেব্রুয়ারি চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান ইউনিভার্সিটি সামিট-এ বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং তালিকা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
র্যাঙ্কিংয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলো আচার্য এবং উপাচার্যদের সেই তিনদিনের সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।
Comments