ওয়াকারের কাছে রিভার্স স্যুয়িংয়ের তালিম নিয়েছেন আবুল হাসান

পেস বোলার হিসেবে দলে এসেছিলেন। তবে আবুল হাসান রাজুর প্রথম নামডাক ব্যাট হাতে। টেস্টে ১০ নম্বরে নেমে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন। তবে টানতে পারেননি ক্যারিয়ার। চোট আর ফর্মহীনতায় ফিকে হতে বসেছিল ফেরার পথ।
Abul Hasan Raju
আবুল হাসান রাজু। ছবি: ফিরোজ আহমেদ

পেস বোলার হিসেবে দলে এসেছিলেন। তবে আবুল হাসান রাজুর প্রথম নামডাক ব্যাট হাতে। টেস্টে ১০ নম্বরে নেমে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন। কিন্তু মূল কাজ বোলিংয়ে ছিল না ঝাঁজ। চোট আর ফর্মহীনতায় ফিকে হতে বসেছিল দলে ফেরার পথ। এবার বিপিএলে কার্যকরী বোলিং দিয়ে ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন। জানালেন ওয়াকারের কাছ থেকে নিয়েছেন রিভার্স স্যুয়িংয়ের তালিম।

এবার বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে ১০ উইকেট নিয়েছেন। টানা স্লোয়ার মারার দক্ষতায় নজর কেড়েছেন সবার।  সেই দলে কোচ হিসেবে পেয়েছিলেন ওয়াকার ইউনুসকে। তার কাছ থেকেই নিয়েছেন তালিম।

‘বিপিএলে আসলে এই জায়গায় আসার জন্য চ্যালেঞ্জ ছিল আমার।  ওয়াকার ভাই ছিল আমাদের দলে। আমার অনেক আত্মবিশ্বাস ছিল যে ওয়াকার ভাইয়ের সঙ্গে কাজ করে স্কিলগুলো ডেভেলপ করতে পারব।’

রিভার্স স্যুয়িংয়ের ওস্তাদ ছিলেন ওয়াকার। তার কাছ থেকেই নাকি শিখেছেন ওই তালিম, ‘আমার রিভার্স সুইংটা নিয়ে অনেক বেশি কাজ করেছি ওয়াকার ভাইয়ের সঙ্গে। স্লো বল নিয়েও। আমি আত্মবিশ্বাসী। এখন প্রমাণের সময় এসেছে। আমি প্রমাণ করতে পারছি। সবচেয়ে বড় জিনিস হলো আমি আত্মবিশ্বাসী।’

এর আগ ছয়টি ওয়ানডে খেলেছেন। এখনো পাননি উইকেটের দেখা। প্রত্যাবর্তন সিরিজে সুযোগ পেলে সেই খরা ঘোচাতে প্রস্তুত তিনি, ‘ইনশাল্লাহ, আমি আত্মবিশ্বাসী। দেখি যদি চান্স পাই তাহলে নিজেকে প্রমাণ করব।’

রিভার্স স্যুয়িং করাতে হলে বলে থাকতে হয় পর্যাপ্ত গতি। মূলত লাইন-লেন্থ ঠিক রেখে স্লোয়ার দিয়ে কাজ চালানো আবুলের গতির ঘাটতি বরাবরই। সেটা নাকি পুষিয়ে নেওয়ার টোকটাও নাকি দিয়েছেন ওয়াকার,‘সবকিছুর মূল  অস্ত্র হলো স্ট্রেংথ। ওয়াকার শুধু একটি কথাই বলেছেন আমাকে, জাস্ট মেইনটেইন কর।’

Comments

The Daily Star  | English

Bangladesh’s exports slip 6.05% in November

Exports from Bangladesh declined 6.05 percent year-on-year to $4.78 billion in November amid a continued slowdown in readymade garment shipments, official figures showed today

31m ago