ঢাকা প্রিমিয়ার লিগে কে কত পারিশ্রমিক পাচ্ছেন

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফট দিয়েছে ক্রিকেট অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এতে আইকন ক্যাটাগরিতে রাখা হয়েছে ১২ ক্রিকেটারকে। পাঁচ সিনিয়র ক্রিকেটারই পাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক।
BCB logo

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফট দিয়েছে ক্রিকেট অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এতে আইকন ক্যাটাগরিতে রাখা হয়েছে ১২ ক্রিকেটারকে। পাঁচ সিনিয়র ক্রিকেটারই পাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক। সর্বোচ্চ ৩৫ লাখ থেকে সর্বনিম্ন সাড়ে তিন লাখ থাকছে পারিশ্রমিকের সীমারেখা।

ঘরোয়া ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ থাকায় অনুমিতভাবেই ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া লিগের ড্রাফটে নেই সাব্বির রহমানের নাম। আইকন গ্রেডে ১২ জন, এ-প্লাস ২৪ জন, এ ২৭ জন, বি-প্লাস ২৬ জন,  বি ৪৫ জন, সি-প্লাস ২৯ জন, সি ৬১ জন ক্রিকেটার রয়েছেন।

আগের মৌসুমের দল থেকে পাঁচ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ক্লাবগুলো। ধরে রাখা ক্রিকেটারদের নাম ১৪ জানুয়ারির মধ্যে সিসিডিএমে জমা দিতে হবে ক্লাবগুলোকে।

প্লেয়ার্স ড্রাফটের পূর্ণাঙ্গ তালিকা ও পারিশ্রমিক

গ্রেড: আইকন (১২ জন)

মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান ও মাহমুদউল্লাহ রিয়াদ (৩৫ লাখ)। ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, লিটন কুমার দাস, এনামুল হক বিজয় ও রুবেল হোসেন। (২৫ লাখ)

গ্রেড: এ প্লাস (২৪ জন)

মুমিনুল হক (২৩ লাখ), সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত (২২ লাখ)। সৌম্য সরকার, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, শাহরিয়ার নাফীস, মোশাররফ হোসেন রুবেল, জিয়াউর রহমান, অলক কাপালি, আরিফুল হক, ফরহাদ রেজা, সানজামুল ইসলাম, মার্শাল আইয়ুব, আল-আমিন জুনিয়র, নাদিফ চৌধুরী, মেহেদী মারুফ, তাইজুল ইসলাম, আবুল হাসান রাজু, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, আব্দুর রাজ্জাক ও শফিউল ইসলাম (২০ লাখ)



গ্রেড: এ (২৭ জন)

সোহাগ গাজী, নুরুল হাসান সোহান, নাঈম ইসলাম, তাসকিন আহমেদ, তানবীর হায়দার, তুষার ইমরান, সাকলাইন সজীব, কামরুল ইসলাম রাব্বি ও আবু হায়দার রনি (১৮ লাখ)। আরাফাত সানি, নাবিল সামাদ (১৭ লাখ), ইমতিয়াজ হোসেন তান্না (১৬ লাখ)। মোহাম্মদ আশরাফুল, রনি তালুকদার, জুনায়েদ সিদ্দিকী, ফরহাদ হোসেন, মুক্তার আলী, সোহরাওয়ার্দী শুভ, আল-আমিন হোসেন, মোহাম্মদ শরীফ, রকিবুল হাসান, মেহেদী হাসান, শুভাশীষ রায়, আবু জায়েদ রাহী ও এনামুল জুনিয়র (১৫ লাখ)। সাদমান ইসলাম অনিক, রাজিন সালেহ (১২ লাখ)

গ্রেড: বি-প্লাস (২৬ জন)

মেহরাব হোসেন জুনিয়র, শরীফউল্লাহ (১৪ লাখ)। তাইবুর রহমান, মাহমুদুল হাসান লিমন, আব্দুল মজিদ, নাহিদুল ইসলাম (১৩ লাখ)। মোহাম্মদ শহীদ, ধীমান ঘোষ, ইরফান শুক্কুর, ইয়াসির আলী রাব্বি, মনির হোসেন, দেলোয়ার হোসেন, তাসামুল হক, ফজলে রাব্বি, জাকির হাসান, মাইশুকুর রহমান, নাজমুল হোসেন মিলন, আফিফ হোসেন, সাইফ হাসান, মিজানুর রহমান, আলাউদ্দিন বাবু, ইলিয়াস সানি, আসিফ আহমেদ রাতুল, সৈকত আলী, শামসুর রহমান ও নাফিস ইকবাল (১২ লাখ)

গ্রেড: বি (৪৫ জন)

আবু সায়েম, শাহাদাত হোসেন, নাজমুল হোসেন, রাসেল আল মামুন, জয়রাজ শেখ, সাজেদুল ইসলাম, ডলার মাহমুদ, আসিফ হাসান, রাহাতুল ফেরদৌস, আব্দুল হালিম, জাবিদ হোসেন, সালমান হোসেন, জসিমউদ্দিন, শহীদুল ইসলাম, অমিত মজুমদার, মুরাদ খান, নাজমুস সাদাত, নাসুম আহমেদ, হামিদুল ইসলাম হিমেল, ফুরকান, শেনাজ আহমেদ, নিহাদুজ্জামান, মাহবুবুল আলম রবিন, জুবায়ের আহমেদ, রুম্মান আহমেদ, রেজাউল করিম রাজীব, নাঈম ইসলাম জুনিয়র, অভিষেক মিত্র, আহমেদ সাদিকুর রহমান, সালেহ আহমেদ শাওন, রবিউল ইসলাম রবি, মাহবুবুল করিম মিঠু, জুবায়ের হোসেন লিখন, এজাজ আহমেদ, দেওয়ান সাব্বির, নাজিম উদ্দিন, তৌহিদুল ইসলাম রাসেল, সঞ্জিত সাহা দ্বীপ, মেহেদী হাসান, মোঃ আজিম, নুর আলম সাদ্দাম, আব্দুর রহমান রনি, বিশ্বনাথ হালদার, সাজ্জাদুল হক রিপন ও রায়হান উদ্দিন (৮ লাখ)।

গ্রেড: সি-প্লাস (২৯ জন)

মেহেদী হাসান রানা, সায়েম আলম রিজভী, পিনাক ঘোষ, শাকের আহমেদ, আলী আহমেদ মানিক, ইমরান আলী, মাহমুদুল হক সেতু, ইয়াসির আরাফাত মিশু, জনি তালুকদার, গোলাম কবির সোহেল, শাহীন হোসেন, মনিরুজ্জামান, বেলাল হোসেন, কাফি খান, সুমন কুমার সাহা, মামুন হোসেন, ইমতিয়াজ আহমেদ, হাসানুজ্জামান, উত্তম সরকার, শাহাজাদা হোসেন, তাপস ঘোষ, আজমীর আহমেদ, ইফতেখার সাজ্জাদ রনি, সাঈদ সরকার, সালাউদ্দিন পাপ্পু, খালেদ আহমেদ, এবাদত হোসেন, হোসেন আলী ও আশিকুজ্জামান আশিক (পাঁচ লাখ)।

গ্রেড সি (৬১ জন)

ইমন দাস, আরাফাত সানি জুনিয়র, অমিতাভ কুমার নয়ন, মনোয়ার হোসেন, আব্দুর রহমান রনি, মেহরাব হোসেন জোসী, আরমান বাদশা, আশরাফুল হক শান্ত, ইয়াসিন আরাফাত, মানসুরুল হাসান, হুমায়ন কবির শাহীন, সোহাগ রেজা, রায়হান উদ্দিন আরাফাত, হাবিবুর রহমান জনি, আব্দুল্লাহ আল মামুন, ইমামুল মোস্তাকিম রাসেল, নুর হোসেন মুন্না, রবিউল ইসলাম শিবলু, সাগীর হোসেন পাভেল, সৈয়দ রাসেল, জাকারিয়া মাসুদ, আবু বকর সিদ্দিক, টিপু সুলতান, ইসলামুল আহসান আবির, আনামুল হক, আনিসুর রহমান, মাশিউর রহমান লিমন, গিয়াসউদ্দিন টুটুল, আহসানুল হক, রেফাতুজ্জামান অভি, সৈয়দ গোলাম কিবরিয়া, শফিউল আলম, সুব্রত সরকার, ভিক্টর বড়ুয়া, ইমরান হোসেন, রায়হান হোসেন প্রান্ত, শরীফুল ইসলাম, শেখ নাজমুল হোসেন, সুলতান হোসেন, রিফাত প্রধান, মুজিবুর রহমান, ইমন আহমেদ, মাসুদ রানা, নেয়ামুল হাসান তাজ, রিয়াজুল করিম, মাহমুদুুল হাসান প্রান্ত, আলবাব মাসুদ, রিয়াদ হোসেন, দিদার হোসেন, রাহী নিহাদ, তৌহিদ তারেক খান, তৌফিক খান তুষার, ইসহাক, সুমন, ফারদিন হাসান, সায়মন আহমেদ, আসলাম হোসেন, মাহবুবুল আলম অনিক, আনজুম আহমেদ ও রিয়াজুল হুদা (সাড়ে তিন লাখ)

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

1h ago