নামিবিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু জুনিয়র টাইগারদের

নিউজিল্যান্ডে গিয়ে প্রস্তুতি ম্যাচগুলোতে হারলেও যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে অনায়াস জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টির কারণে ২০ ওভারে নেমে আসা ম্যাচে সাইফ হাসানের দল জিতেছে ৮৭ রানে।

নিউজিল্যান্ডে গিয়ে প্রস্তুতি ম্যাচগুলোতে হারলেও যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে অনায়াস জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টির কারণে ২০ ওভারে নেমে আসা ম্যাচে সাইফ হাসানের দল জিতেছে ৮৭ রানে।

লিঙ্কলনে কার্টেল ওভারের ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল নামিবিয়া। দুই ওপেনার পিনাক ঘোষ ও নাঈম শেখ শুরুটাই করেন ঝড়ো। চারটি বাউন্ডারি মেরে পিনাক আউট হয়ে গেলেও থামেনি রানের চাকা। ওয়ানডাউনে নেমে ঝড় তুলেন অধিনায়ক সাইফ হাসান। নাঈম শেখের সঙ্গে ৯৭ রানের জুটিতে বেসামাল হয়ে নামিবিয়ার বোলিং। ৪৮ বলে ৮৪ রানের ইনিংস খেলার পথে সাইফ মারেন ৫টি ছক্কা আর তিন চার। ওদিকে ৪৩ বলে ৬০ রান করে আউট হন নাঈম।

শেষ দিকে ব্যাটিং পেয়ে আফিফ হোসেন ১১ রানের বেশি করতে পারেননি।

২০ ওভারে ১৯১ রানের বিশাল লক্ষ্যে নেমে কখনই কুলিয়ে উঠতে পারেনি নামিবিয়ার যুবারা।

কাজি অনিক আর হাসান মাহমুদের বোলিংয়ে ১২ রান তুলতেই চার উইকেট খুইয়ে বসে তারা। চারে নামা ফন উইকের ৫৫ রান কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ২০ ওভারে ৬ উইকেটে ১০৩ রান তুলে থামে নামিবিয়ার দৌঁড়। অনিক ১৪ রানে ও হাসান ১২ রানে দুই উইকেট নেন।

১৫ জানুয়ারি টুর্নামেন্টে পরের ম্যাচে কানাডার বিপক্ষে খেলবে বাংলাদেশ।   

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ: ১৯০/৪ (২০) (সাইফ ৮৪, নাঈম ৬০; নেল ১/২২)

নামিবিয়া: ১০৩/৬ (২০) ( ফন উইক ৫৫; অনিক ২/১৪, হাসান ২/১২) 

ফল: বাংলাদেশ ৮৭ রানে জয়ী। 

Comments