দেওয়াল টপকে পালালো বিচারাধীন ৩ বাংলাদেশি বন্দি
কলকাতার আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বিচারাধীন তিন বাংলাদেশি বন্দি পালিয়েছে। নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসন তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে বলে জানিয়েছেন কারা মহাপরিচালক অরুণ গুপ্ত। এর বেশি কিছু জানতে রাজি হননি তিনি।
সংশোধনাগারের চার নম্বর ওয়াচ টাওয়ারের সামনের সেল থেকে শনিবার (১৩ জানুয়ারি) গভীর রাতে বাংলাদেশি বন্দিরা দেওয়াল টপকে পালায় বলে অনুমান করা হচ্ছে। পলাতক বন্দিদের নাম ফারুক হাওলাদার, ইমন চৌধুরী রণয় এবং ফেরদৌস শেখ। উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর এলাকা থেকে ২০১৩ এবং ২০১৪ সালে তাদের গ্রেফতার করা হয়েছিল। ফারুকের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে মামলা ছিল। ইমনের বিরুদ্ধে অপহরণ এবং ফেরদৌসের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলার বিচার চলছিল।
বন্দি পালানোর ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে জেল প্রশাসনে। শনিবার সংশ্লিষ্ট ওয়াচ টাওয়ারগুলোতে নিরাপত্তারক্ষীরা ওই সময় কি করছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
সংশোধনাগারের নিরাপত্তারক্ষীর উদ্ধৃতি দিয়ে কলকাতার গণমাধ্যম জানায়, জেলের চার নম্বর ওয়াচ টাওয়ারের সামনের দেওয়াল থেকে একটি চাদর পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে, শীতের চাদরকে দেওয়াল টপকানোর দড়ি হিসেবে ব্যবহার করেছে বন্দিরা। টপকে যাওয়ার পর পাশের আদিগঙ্গা দিয়ে নৌকায় করে তাদের পালানোর সম্ভাবনা রয়েছে।
বন্দিদের ধরতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সীমান্ত এলাকায় লাল সর্তকতা জারি করেছে প্রশাসন।
Comments