সৌম্যকে স্যালুট, সে দলের জন্য খেলেছে, স্বার্থপর ছিল না: মাশরাফি

Mashrafee and Khaled Mahmud
ছবি: ফিরোজ আহমেদ

ভয়ডরহীন ক্রিকেট খেলেই বাংলাদেশ দলে জায়গা পাকা করে নিয়েছিলেন সৌম্য সরকার। দলের চাহিদা পূরণে ব্যাট করে পেয়েছেন সাফল্য। ফর্ম হারানোর পরও দলের চাহিদার বাইরে যাননি। এইজন্য ওয়ানডে দল থেকে বাদ পড়ার পরও অধিনায়ক মাশরাফি মর্তুজা রীতিমতো স্যালুট দিচ্ছেন এই তরুণকে।

২০১৪ সালে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে অভিষেক সৌম্য সরকারের। নিজের সেরা সময়ে দাপটের সঙ্গে খেলে হয়ে গিয়েছিলেন দলের নিয়মিত মুখ। কিন্তু ধারাবাহিকতার অভাবে তিন বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি ম্যাচের আগে দলে নেই তিনি। তবে না থেকেও থাকলেন অধিনায়কের প্রশংসায়, ‘সৌম্যকে আমি স্যালুট দিব কারণ ও কখনো সেলফিস ছিল না। এবং কঠিন সময়ে সে দলের জন্য খেলেছে।’

ছন্দ হারানো ব্যাটসম্যানরা উইকেটে থিতু হতে নেন সময়। দলের চাহিদার সঙ্গে এটা অনেক সময়ে বিপরীত হয়ে যায়। নিজের খারাপ সময়েও দলের চাহিদা মিটিয়েছেন সৌম্য। অধিনায়কের মতে এই কারণেও নাকি তিনি পারফর্ম করতে পারেননি,  ‘যদি দেখেন প্রথম দশ ওভারে কিভাবে খেলতে হবে সেটা মানিয়ে নিয়েছিল। এরকম কঠিন পরিস্থিতিতে অনেক সয়ম অনেকে চিন্তা করে যে আমি আমার খেলাটা কিছুক্ষণ খেলি। ও কিন্তু এই টাইপের ছিল না। ও কিন্তু টিমের জন্য খেলতে গিয়ে পারফর্ম করতে পারেনি।’

অধিনায়কের খারাপ লাগা আছে তাসকিন আহমেদের জন্যও। সৌম্যের মতো পারফরম্যান্সের কারণে এবার তিনিও নেই দলে, আগের মতই এই তরুণ পেসারের উপর ভরসার হাত মাশরাফির, ‘তাসকিনের উপর দিয়ে কঠিন সময় গিয়েছে। আমাদের অন্যান্য ফাস্ট বোলারদেরও যায়। আমাদের কোচিং স্টাফের সাথে ওদের কথা হয়েছে। বিশেষ করে সুজন ভাই কথা বলেছে দল থেকে বাদ পড়ার পর।’

সামনে বাংলাদেশের অনেক খেলা। নিজেদের জাত চিনিয়ে দলে আসা সৌম্য আর তাসকিনের ফিরে আসার প্রতীক্ষায় তাই অধিনায়কও, ‘ওরা ফাস্ট ক্লাস ক্রিকেট খেলছে। আমি চাইব যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পারফর্ম করে তারা যেন আবার দলের সাথে আসতে পারে। তাদেরকে হানড্রেড পারসেন্ট ব্যাক করতে হবে। এখনও তাদেরকে সমর্থন করছি।’

 

Comments

The Daily Star  | English

Iran launches waves of missiles at Israel in response to airstrikes

"New round of Honest Promise 3 attacks," state television reported, referring to the name of the Iranian military operation against Israel

1h ago