টস নিয়ে দোলাচলে মাশরাফি

Bangladesh Cricket Team Practice
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

টস জিতলে ব্যাটিং না বোলিং কোনটা নিলে ভালো, তা নিয়ে প্রায়ই ধন্দে থাকেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মজা করে বলেনও, টস হারলেই তিনি খুশি। তাতে অন্তত দ্বিধায় পড়তে হয় না। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের আগেও টস নিয়ে নিজের মনের দোলাচলের কথা জানালেন অধিনায়ক।

মধ্য জানুয়ারিতে রাজধানী ঢাকাসহ সারা দেশেই বইছে শৈত্যপ্রবাহ। কুয়াশার প্রভাবে ভরদুপুরেও সূর্যের দেখা পাওয়া  ভার। দিবারাত্রির ম্যাচ হলেও খেলা শুরু হবে দুপুর ১২টায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে বিকেল থেকেই পড়বে শিশির। তাতে পরে ব্যাট করাই স্বস্তির। তবে শিশির কম পড়লে আবার এই ধরণের আবহাওয়ায় বোলিংটাও হয় দারুণ। মাশরাফির দোলাচল তা নিয়েই,  

‘আসলে আমরাও ডাউটে আছি,,, ব্যাট করলে ভালো হবে নাকি বল করলে ভালো হবে। এটা কুয়াশার উপর নির্ভর করে। আবার শিশির বেশি না পড়লে বোলিংটা ভালো হয়। কাজেই নির্ভর করছে নির্দিষ্ট দিনে আবহাওয়া কেমন থাকছে।’

তবে নিয়ন্ত্রণের বাইরের বিষয় নিয়ে খুব বেশি ভাবতে চায় না বাংলাদেশ।

‘আমার মনে হয় এটা নিয়ে না ভেবে আমরা শুরুতে ব্যাটিং কিংবা বোলিং যেটাই পাই এক্সিকিউশনটা গুরুত্বপূর্ণ। হয়তোবা কালকে টস জিতলে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমার মনে হয় না এটা (আগে ব্যাট, পরে ব্যাট) ওরকম কোনো পার্থক্য তৈরী করবে। আবার ওই পার্থক্য কমানোর খেলোয়াড় এবং সামর্থ্য আমাদের আছে। আমি মনে করি ওই দিকেই নজর থাকা গুরুত্বপূর্ণ।

Mirpur Pitch-Mashrafee & Mahmud
কেমন হবে মিরপুরের উইকেট...বোঝার চেষ্টা করছেন মাশরাফি ও খালেদ মাহমুদ। ছবি: ফিরোজ আহমেদ
বিপিএলে উইকেট নিয়ে সমালোচনায় মুখর ছিলেন ক্রিকেটাররা। আন্তর্জাতিক সিরিজের আগে মিরপুরের উইকেটে রান দেখছেন মাশরাফি, ‘এ পর্যন্ত উইকেট ভালোই মনে হচ্ছে। বিপিএলের মতো না। প্রস্তুতি ম্যাচে যে উইকেটে খেলা হয়েছে তা থাকলে রান হবে।’

 

Comments

The Daily Star  | English

Killing of trader in old Dhaka: Protests erupt on campuses

Protests were held on campuses and in some districts last night demanding swift trial and exemplary punishment for those involved in the brutal murder of Lal Chand, alias Sohag, in Old Dhaka’s Mitford area.

5h ago