তেজকুনিপাড়ায় বাড়িতে আগুন
ঢাকার তেজকুনিপাড়া এলাকায় আজ সকালে একটি বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। চার তলা বাড়িটির উপরের তলায় টিনশেড অংশে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের দায়িত্বরত একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল সাড়ে ১১টার বাড়িটির টিংশেড অংশটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধা ঘণ্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। স্থানীয় লোকজন আগুন নেভাতে ফায়ার ফাইটারদের সহায়তা করে বলে তিনি জানান।
Comments