ভোলায় নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার

দেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেলা ভোলায় নতুন একটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। ভোলার ভেদুড়িয়া ইউনিয়নে নতুন আবিষ্কৃত ক্ষেত্রটিতে ৬০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে।
বাংলাদেশের ভোলায় নতুন প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কার

দেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেলা ভোলায় নতুন একটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। ভোলার ভেদুড়িয়া ইউনিয়নে নতুন আবিষ্কৃত ক্ষেত্রটিতে ৬০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম আজ সচিবালয়ে গ্যাসক্ষেত্র আবিষ্কারের কথা সাংবাদিকদের জানান।

তিনি বলেন, এটি দেশের ২৭ তম গ্যাসক্ষেত্র। ভোলায় এখন পর্যন্ত আবিষ্কৃত গ্যাসের মজুদ ১ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট।

বাণিজ্যিক ও পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে সরবরাহ করা গ্যাসের চলমান সংকটের মধ্যে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া খবরটি এলো। সংকট মোকাবেলায় অপেক্ষাকৃত বেশি দাম দিয়েই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির দিকে মনোযোগ দিচ্ছে সরকার। চলতি বছরেই এলএনজি আমদানি শুরু হবে এমনটাই আশা সংশ্লিষ্টদের।

Comments