জিম্বাবুয়ের কাছে আরেকটু লড়াই চেয়েছিলেন সাকিব

ম্যাচ সেরা সাকিব আল হাসান প্রতিপক্ষের কাছে আরেকটু ভালো ব্যাটিং প্রত্যাশা করেছিলেন, চেয়েছিলেন আরেকটু লড়াই
ছবি: ফিরোজ আহমেদ

আগে ব্যাট করে বাংলাদেশের বোলিংয়ে পুরো ইনিংসেই খাবি খেয়েছে জিম্বাবুয়ে। রানের চাকা সচল করতে পারেনি, গড়ে উঠনি বড় জুটি। ধুঁকে ধুঁকে আউট হয়েছেন ওদের সব ব্যাটসম্যান। বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিয়ে বোলিংয়েও পারেনি কুলিয়ে উঠতে। ম্যাচ সেরা সাকিব আল হাসান প্রতিপক্ষের কাছে আরেকটু ভালো ব্যাটিং প্রত্যাশা করেছিলেন, চেয়েছিলেন আরেকটু লড়াই।

১৫ মাস পর ঘরের মাঠে ওয়ানডেতে নেমে ব্যাটে-বলে ফের নায়ক সাকিব। প্রথম ওভারে দুটিসহ ৪৩ রানে নিয়েছেন ৩ উইকেট। পরে তিন নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন ৩৭ রানের ইনিংস। নিজেদের এমন দাপট সাকিবের কাছে প্রত্যাশিত বরং প্রতিপক্ষের কাছে চেয়েছিলেন আরেকটু লড়াই,  ‘আমাদের পারফরম্যান্স প্রত্যাশিত। আমাদের ধারণা ছিল ওরা আরেকটু ভালো ব্যাট করবে, তারা সেটা করতে পারেনি। ’

ম্যাচ সেরার পুরষ্কার নিচ্ছেন সাকিব
ম্যাচ সেরার পুরষ্কার নিচ্ছেন সাকিব। ছবি: ফিরোজ আহমেদ
সহজ জয়ের দিনে বেশিরভাগ বাহবা বোলারদের দিলেন সাকিব। ম্যাচ জেতার কাজটা ওরাই সেরে রেখেছিলেন। রান বান্ধব পিচে ব্যাটসম্যানরা সেরেছেন আনুষ্ঠানিকতা, ‘আমাদের বোলারদের বাহবা দিতে হবে। যেভাবে বোলিং করেছে সবাই। মোস্তাফিজ অনেক ভাল করেছে, মাশরাফি ভাই ভাল বোলিং করেছে। রুবেল অনেক ভাল করেছে। ব্যাটসম্যানরা যখন সেট তখন ও বল করতে আসে, সেটা ওর জন্য কঠিন, কিন্তু সব সময় সে পারফর্ম করে। এমনকি নাসিরও ভাল বল করেছে। ’

টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। শক্তির বিচারে ওই ম্যাচকেই কঠিন মানছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। তার আগে এমন দাপট দেখানোয় আত্মবিশ্বাস জমায় স্বস্তি বাংলাদেশ দলে,  ‘নতুন বছরের শুরুটা ভালো হল, সেদিক থেকে গুরুত্বপূর্ণ। যেহেতু একটা তিন জাতির সিরিজ খেলছি সেহতু মোমেন্টামটাও গুরুত্বপূর্ণ। এটা আমাদের আত্মবিশ্বাস দিবে, যেহেতু মনে করি যে শ্রীলঙ্কার সঙ্গে আরও কঠিন চ্যালেঞ্জ আছে। এটা তাই মানসিক দিক থেকে অনেক সাহায্য করবে। ’

বোলিংয়ে সেরা পারফর্ম করলেও ব্যাট হাতে ম্যাচ শেষ করে আসতে পারেননি সাকিব। তিন ব্যাটিং পেয়ে প্রথমবার ৩৭ রানেই থেমেছে তার ইনিংস। পরের বার ইনিংস বড় করতে চান তিনি,  ‘ এটা বোধহয় থার্ড টাইম খেললাম (তিন নম্বরে)। আসলে নতুন একটা চ্যালেঞ্জ। নতুন চ্যালেঞ্জ না থাকলে উপভোগ করাও কঠিন। পরেরবার চেষ্টা থাকবে যাতে ইনিংস বড় করা যায়। তিন নম্বরের কাছে যাওয়া থাকে যে আর্লি উইকেট পড়লে তারা যেন ইনিংস বড় করতে পারে। যেহেতু তিনে ব্যাট করার সুযোগ এসেছে, চেষ্টা থাকবে বড় ইনিংস খেলার। ’

সোমবার মিরপুরে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। সফরকারীদের করা ১৭০ রান বাংলাদেশ পেরিয়ে যায় ১৩৫ বল হাতে রেখে। শুক্রবার টুর্নামেন্টের পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

10m ago