‘আরও ভালো করতে অনেক কাজ করছে মোস্তাফিজ’

সাকিব আল হাসান মনে করেন বরাবরই ভালো বল করেছেন ‘দ্য ফিজ’। আরও ভালো করতে নাকি বাড়তি পরিশ্রমও করছেন।
Mustafiz Celebration
ছবি: ফিরোজ আহমেদ

চোটে পড়ার পর মোস্তাফিজুর রহমানের ছন্দ নিয়ে অনেক কথা উঠেছে। দুএকবার ঝলক দেখালেও ঠিক আগের মোস্তাফিজকে না পাওয়ার আক্ষেপ ছিল ক্রিকেট সংশ্লিষ্টদেরই। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মোস্তাফিজকে পাওয়া গেল চেনা ছন্দে। প্রতিপক্ষ যাইহোক কাটার আর স্লোয়ারে ব্যাটসম্যানদের খাবি খাওয়া নজর এড়ায়নি কারো। তবে সাকিব আল হাসান মনে করেন বরাবরই ভালো বল করেছেন ‘দ্য ফিজ’। আরও ভাল করতে নাকি বাড়তি পরিশ্রমও করছেন।

সোমবার জিম্বাবুয়েকে ১৭০ রানে বেধে রাখার ম্যাচে ১০ ওভার বল করে ২৯ রানে মোস্তাফিজ নেন দুই উইকেট। ব্র্যান্ডন টেইলরকে ভুগাতে ভুগাতে নাজেহাল করে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন। যেমনটা তাকে করতে দেখা যেত ক্যারিয়ারের শুরুতে। সাকিবের মত উইকেট পাওয়া না পাওয়ায় হেরফের হলেও মোস্তাফিজ ছিলেন ছন্দেই,  ‘আমার কাছে মনে হয় নাই ও কখনো খারাপ করেছে। হয়ত উইকেট পায়নি, কিন্তু সব সময় উইকেট পাওয়া একটা মানুষের পক্ষে কখনই সম্ভব না। ও কখনই খারাপ অবস্থায় ছিল না। এখন হয়ত আরও ভালো অবস্থায় এসেছে। ও অনেক কাজ করছে, ওর বোলিং দেখে আমি অনেক সন্তুষ্ট।’

মোস্তাফিজের ছন্দে থাকার দিনে আসল হিরো সাকিবই। ইনিংসের শুরুটা করেছিলেন। ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসে প্রথম ওভারে জোড়া উইকেট নেওয়ার রেকর্ডও হয়ে গেছে তার হাত ধরে। সুলেমান মিরেকে দিয়ে শুরু। আক্রমণাত্মক ওই ব্যাটসম্যানকে আউট করেছেন ফাঁদে ফেলে। তবে জানালেন ঠিক পরিকল্পনা করে করেননি তা,  ‘না আসলে কোন প্ল্যান করে করা ছিল না। মুশফিক ভাইও আমার মনে হয় ভাল পিক করেছে কারণ ডাউন দ্য লেগ যেকোনো কিপারের জন্য কঠিন। আজকে উনার দিনটা ভালো ছিল, বেশ কিছু ক্যাচও ধরেছে। ’

মিরপুরের পিচে শুরুর দিকে থাকে একটু মন্থর। ব্যাটসম্যানরা থিতু হলে খেলতে পারেন বড় ইনিংস। তা মাথায় রেখেই দ্রুত উইকেট ফেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের, ‘দ্রুত উইকেট নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। নতুন বলে উইকেট নেওয়া খুবই জরুরি ছিল কারণ এইসব উইকেটে যদি ব্যাটসম্যান সেট হয়ে যায় আর উইকেট হাতে থাকে তাইলে বড় শট খেলা সহজ হয়ে যায়।’

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

3h ago