মিয়ানমার ১৩শ আরসা সদস্যের নাম দিয়েছে বাংলাদেশকে

rohingya influx
মিয়ানমারে নির্যাতনের শিকার সংখ্যালঘু রোহিঙ্গারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। রয়টার্স ফাইল ছবি

মিয়ানমার সরকার বিদ্রোহী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সংগঠনের ১৩শর বেশি সদস্যের নামের একটি তালিকা দিয়েছে বাংলাদেশকে।

মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় আজ (১৭ জানুয়ারি) জানায়, গত ১৪ নভেম্বর দেশটির রাজধানী নেপিতাও-এ অনুষ্ঠিত সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বিষয়ক সহযোগিতা নিয়ে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে ৪র্থ কেন্দ্রীয় পর্যায়ের বৈঠকে এটি দেওয়া হয়।

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় যে ১৯৮০ সালে দেশ দুটির মধ্যে সম্পাদিত সীমান্ত চুক্তি অনুযায়ী আরসা চরমপন্থিদের বাংলাদেশ থেকে বহিষ্কারের বিষয়টি মিয়ানমারকে জানানো হয়েছে।

আইন অনুযায়ীই এই পদক্ষেপ নেওয়া হবে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago