৫০০ উইকেটের অনন্য চূড়ায় আব্দুর রাজ্জাক

Abdur Razzak in BCL 2018
ফাইল ছবি

দুদিনের ব্যবধানেই প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য দুটি মাইলফলকে পৌঁছালেন বাংলাদেশের দুজন ক্রিকেটার। প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণিতে তুষার ইমরানের ১০ হাজারের রানের পর ৫০০ উইকেটের রেকর্ডে প্রথম নাম লেখালেন আব্দুর রাজ্জাক।

আগের রাউন্ডে অল্পের জন্য ৫০০ উইকেট ছোঁয়া হয়নি রাজ্জাকের। তবে অপেক্ষায় থাকতে হলো না বেশি। ৪৯৯ উইকেট নিয়ে ম্যাচ শুরুর পর তৃতীয় দিনে এসে বোলিং পান রাজ্জাক। বিকেএসপিতে ওয়ালটন মধ্যাঞ্চলের সাদমান ইসলামকে এলবিডব্লিও করে ৫০০তম শিকার পূরণ করে প্রাইম ব্যাঙ্ক দক্ষিণাঞ্চলের রাজ্জাক। ৫০০ উইকেটে যেতে রাজ্জাকের লাগলো ১১২টি ম্যাচ।

২০১৪ সালে জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করছেন রাজ্জাক। এই সময়টাই তার বোলিং গড়ও বেশ ভালো। গত বিসিএলে ৬ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকার। রাজ্জাকের পর  ৪৩৮ উইকেট নিয়ে বেশ খানিকটা পেছনে দুইয়ে আছেন আরেক বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি ৮ বার ১০ উইকেটের শিকারের রেকর্ডও রাজ্জাকের। ৩০ বার পাঁচ উইকেট নিয়ে আছেন এনামুল হক জুনিয়ের (৩২) ঠিক পরেই।  

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট:

ক্রিকেটার

ম্যাচ

উইকেট

সেরা

৫/১০

আব্দুর রাজ্জাক

১১৩*

৫০০

৯/৮৪

৩০/৮

এনামুল হক জুনিয়র

১১২

৪৩৮

৭/৪৭

৩২/৬

মোহাম্মদ শরিফ

১২৯

৩৯১     

৬/২৪

১৫/৩

মোশাররফ হোসেন

৯৮*

৩৬০

৯/১০৫

১৯/৩

সাকলাইন সজিব

৮৫*

৩৪৬

৯/৮২

২০/৩

 

 

Comments

The Daily Star  | English

Consensus commission: Talks stall over women’s seats, upper house

The National Consensus Commission proposed establishing an upper house comprising elected representatives from each district and city corporation, and suggested abolishing the current system of reserved seats for women in parliament.

3h ago