কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকার গেন্ডারিয়ার স্বামীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সালাউদ্দিন রাহেল ও রাসেল আকন। এতে হান্নান নামের আরেকজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, হতাহতরা লালবাগ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, দুর্ঘটনার পর তাদের দ্রুত হাসপাতালে আনা হলে চিকিৎসকরা সালাউদ্দিন ও রাসেলকে মৃত ঘোষণা করেন। হান্নানের চিকিৎসা চলছে।
Comments