শুভ, আবির, যীশু, ঋত্বিক এক ছবিতে

arefin shuvo
অভিনেতা আরিফিন শুভ। ছবি: দ্য ডেইলি স্টার

কলকাতার পরিচালক অরিন্দম শীলের ‘বালিঘর’ নামের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন আরিফিন শুভ। বেঙ্গল ক্রিয়েশনস ও নাথিং বিয়ন্ড সিনেমার ব্যানারে দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি।

আগামী ২০ জানুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সেদিনই জানা যাবে আরেফিন শুভ ছাড়া আরো কে কে রয়েছেন চলচ্চিত্রটিতে।

তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এই ছবির বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। চার বন্ধুর গল্প নিয়ে সাজানো হয়েছে ‘বালিঘর’ ছবির কাহিনি। এখানে তিন বন্ধুর চরিত্রে অভিনয় করবেন কলকাতার আবির চ্যাটার্জি, যীশু সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তী। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবির কাজ। শুভ যোগ দিবেন মার্চে।

আরিফিন শুভ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই ‘বালিঘর’ ছবিতে কাজ করার পেছনে দুটি কারণ রয়েছে- একটি হলো এর গল্প অন্যটি হলো এর পরিচালক। ছবিটিতে দুটি দিকই পেয়েছি। এটি যেহেতু আমার জীবিকা তাই স্রোতের সাথে চলে কাজ করা আমি বিশ্বাস করি না। আমি মানের দিকটি সব সময়ই আগে রাখি।”

Comments

The Daily Star  | English

Mango Moment: A sweet deal for Bangladesh

Bangladesh's delicious mangoes: untapped economic potential, requiring a national strategy

15h ago