বাংলাদেশের বিপক্ষে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা শ্রীলঙ্কার
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে কিছুটা মন্থর গতির উইকেটে জিম্বাবুয়েকে ভুগিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে পরের ম্যাচে পেয়েছিল ভারসাম্যপূর্ণ উইকেট। তাতে রান এসেছে, খেলা হয়েছে জমজমাট। শুক্রবার স্বাগতিকদের বিপক্ষেও তেমন উইকেটের আশা লঙ্কানদের।
শুক্রবার বড় ম্যাচের আগের দিন দলের প্রতিনিধি হয়ে সংবাদ মাধ্যমে এসেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান সামারাবীরা। সামারাবীরা খণ্ডকালীন ব্যাটিং কোচ ছিলেন বাংলাদেশেরও। অনুশীলনের ফাঁকে উইকেট দেখে এসে জানালেন, ‘উইকেট দেখে ভালো মনে হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষেও খুব ভাল উইকেট ছিল। দুদল মিলে ৫৭০ রান করেছে। আশা করছি কালও (শুক্রবার) আদর্শ উইকেটই থাকবে।’
প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী হওয়া লঙ্কানদের জন্য দুঃসংবাদ অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের চোট। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া ম্যাথুসের বাংলাদেশে বিপক্ষে খেলা অনিশ্চিত, ‘ এই মুহূর্তে সে পর্যবেক্ষণে আছে। সে খেলবে কিনা আমরা কাল সিদ্ধান্ত নিব। হ্যামস্টিংয়ে চোট পাওয়ায় বিশেষজ্ঞের পরামর্শ মেনেই চলতে হবে আমাদের।’
তবে প্রথম ম্যাচ হারলেও হাতে থাকা বাকি তিন ম্যাচে ফিরে আসার ভালো সুযোগ দেখছেন সামারাবীরা, ‘আশার কথা আমাদের হাতে এখনো তিন ম্যাচ আছে। গতকাল সামর্থ্য অনুযায়ী না খেলেও আমরা কাছে গিয়ে হেরেছি। প্রত্যাশা আছে কাল ভাল একটা দিনের।’
বাংলাদেশের সদ্য সাবেক কোচ চণ্ডিকা হাথুরুসিংহে নিজেদের ডেরায় থাকলেও তাতে খুব সুবিধা দেখছেন না সামারাবীরা, ‘আমার মনে হয় না এটা কোন সুবিধা দিবে। বিশ্ব ক্রিকেটে খুব গোপন কিছু এখন নেই। ক্রিকেটাররা সারা বছর বিভিন্ন ফ্রেঞ্চাইজি লিগ খেলে, সবাই সবাইকে চেনে।’
Comments