তুরাগ তীরে ২য় পর্বের বিশ্ব ইজতেমা শুরু
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আজ (১৯ জানুয়ারি) ফজর নামাজের পর শুরু হয় মুসলিম বিশ্বের এই দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ।
আমাদের গাজীপুর সংবাদদাতা জানান, বাংলাদেশি মওলানা মোহাম্মদ ফারুকের আম বয়ানের মাধ্যমে ইজতেমার দ্বিতীয় পর্বটি শুরু হয়।
গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, দ্বিতীয় পর্বের ইজতেমাকে সাফল্যমণ্ডিত করতে ৭৫টি সংগঠন এক যোগে কাজ করছে।
এদিকে, বার্তা সংস্থা ইউএনবি জানায় দেশ-বিদেশের কয়েক হাজার মুসল্লি তুরাগের তীরে সমবেত হয়েছেন।
আগামী ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার এই পর্বটি শেষ হবে।
ইজতেমার জন্যে সাত-স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও, মুসল্লিদের নির্বিঘ্নে আসা-যাওয়ার জন্যেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমাস্থল ও এর আশপাশের এলাকায় ৫০টির মতো সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
প্রথম পর্বের ইজতেমা গত ১৩-১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, তুরাগ নদীর তীরে ১৯৬৭ সাল থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাওয়া-আসায় সুবিধার জন্যে গত ২০১১ সাল থেকে সমাবেশটি দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।
আরো পড়ুন:
বিশ্ব ইজতেমায় গাড়ি পার্কিং, ডাইভারশন নিয়ে ডিএমপি’র নির্দেশনা
Comments