২০-এ পরিবর্তন

আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন। আনজাম মাসুদের পরিকল্পনা-গ্রন্থনা-উপস্থাপনা ও নির্দেশনায় ম্যাগাজিনটির ২০তম পর্ব প্রচার হবে।
poriborton
উপস্থাপক আনজাম মাসুদ ও কণ্ঠশিল্পী লিজা। ছবি: সংগৃহীত

আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন। আনজাম মাসুদের পরিকল্পনা-গ্রন্থনা-উপস্থাপনা ও নির্দেশনায় ম্যাগাজিনটির ২০তম পর্ব প্রচার হবে।

অনুষ্ঠানের নিয়মিত পর্বে থাকছে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রুটিবিচ্যুতি নিয়ে রচিত বিভিন্ন অধ্যায়। এর মধ্যে রয়েছে ইংরেজি নববর্ষ, বিদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আদম পাচার, যৌতুক, স্কুলে ভর্তি বাণিজ্য, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিশ বিষয়ক কথাবার্তাসহ বিভিন্ন বিষয়।

তানভীর তারেকের কথা, সুর ও সংগীতে একটি দ্বৈত গান গাইবেন তানভীর তারেক ও নাজু আখন্দ। জাহিদ বাশার পংকজ এর সুর ও সংগীতে নতুন একটি লোক-গান গাইবেন লিজা। মুনির সরকারের কথা ও সুরে একটি গান গাইবেন রেশাদ মাহমুদ।

ইভান শাহরিয়ার সোহাগ-এর কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন শিপন ও ইভানা।

পরিবর্তন ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।

Comments

The Daily Star  | English

Displaced bearing pad disrupted metro rail service: DMTCL official

Both local and Japanese workers and engineers were seen working to lift the pad back onto the pier

1h ago