আইপিএলে তামিমের ভিত্তি মূল্যের দ্বিগুণ বেশি সাকিবের

Shakib Al Hasan

টানা সাত মৌসুম কলকাতা নাইট রাইডার্সের ডেরায় থাকার পর আইপিএলে এবার সাকিব আল হাসান কোন দলে যাচ্ছেন জানা যাবে আর কদিন পরই। তবে যে দলই যান, তার পকেটে যে ভারি হচ্ছে তা নিলামের অভিজাত ক্যাটাগরি দেখাই আঁচ করা যাচ্ছে।  ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের নিলামে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক থাকছেন ‘মার্কুই’ ক্যাটাগরিতে। 

সাকিবসহ ১৬ জন ক্রিকেটারকে নিলাম এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। যাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। নিলামে থাকা ৫৭৮ জন ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের আরেক তারকা তামিম ইকবাল আছেন ১৯৩ নম্বরে। তার ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি। এর আগে একবারই আইপিএলে দল পেয়েছিলেন তামিম। তবে কোন ম্যাচেই নামার সুযোগ মেলেনি তার। ডাক পড়েনি পরের আসরগুলোতেও। 

অভিজাত ক্যাটাগরিতে থাকা সাকিব আছেন ১১ নম্বরে। বাকিরা হলেন বেন স্টোকস, মিচেল স্টার্ক, ক্রিস গেইল, কাইরেন পোলার্ড, যুবরাজ সিং, রবিচন্দ্রন অশ্বিন, গৌতম গম্ভীর, শিখর ধাওয়ান, গ্লেন ম্যাক্সওয়েল, ডোয়াইন ব্রাভো, কেন উইলিয়ামসন, ফাফ ডু প্লেসি, জো রুট, হরভজন সিং, আজিঙ্কা রাহানে।

২০১৬ মৌসুমে আইপিএলে গিয়ে বাজিমাত করা মোস্তাফিজুর রহমান আছেন ৫৬ নম্বরে। কাটার মাস্টার ‘দ্য ফিজ’ এর ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। 

তবে নিলামে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা মানেই সবচেয়ে বেশি দাম পাওয়ার নিশ্চয়তা নয়। আইপিএলের নিলামে প্রতিবারই এসেছে অনেক চমক। কম ভিত্তিমূল্যের অনেকেই নিলামে সর্বোচ্চ মূল্যে দল পেয়ে করেছেন বাজিমাত। সাকিব, তামিম, মোস্তাফিজদের ভাগ্য কি থাকছে জানতে অপেক্ষা আর সপ্তাহ খানেক। 

Comments

The Daily Star  | English

More than 290 killed in Air India plane crash: police

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

7h ago