লিটনের সেঞ্চুরি, দেড়শ ছাড়িয়ে জাকির
বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর তৃতীয় রাউন্ডে দারুণ সেঞ্চুরি পেয়েছেন লিটন দাশ। দেড়শ ছাড়ানো ইনিংস খেলে অপরাজিত আছেন জাকির হাসান। তাদের ব্যাটে প্রথম দিন শেষে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে বড় সংগ্রহের পথে আছে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পূর্বাঞ্চলের অধিনায়ক মুমিনুল হক। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। ওপেন করতে নেমে ১৭ রান করে আউট হন মেহেদী মারুফ। ওপেনিংয়ে নেমে আগের ম্যাচে সেঞ্চুরি করা অধিনায়ক মুমিনুল ফেরেন ৪ রান করে।
তৃতীয় উইকেটে লিটন দাশের সঙ্গে জুটি বাঁধেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। এই দুজনের ১৯৩ রানের ম্যারাথন জুটিতে পুরো দিনই খেটে মরেছেন তাসকিন-রাব্বিরা। ১৮৬ বলে ৮ চার আর ১ ছক্কায় ১১২ রান করে আউট হন টেস্ট দলে নিয়মিত থাকা লিটন। প্রথম শ্রেণিতে লিটনের এটি দশম সেঞ্চুরি।
লিটন ফিরলেও তাসামুল হককে সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় পার করেন দেন জাকির। প্রথম শ্রেণিতে ক্যারিয়ারের প্রঞ্চম সেঞ্চুরি তুলে জাকির অপরাজিত আছেন ১৫৬ রানে। ২৩৫ বলের ইনিংসে এই বাঁহাতি মেরেছেন ১৮টি চার।
Comments