বাস-ট্রাক সংঘর্ষে সিলেটে ৪ ইজতেমাফেরত মুসল্লি নিহত

​বিশ্ব ইজতেমা থেকে ফেরার পথে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বাস ট্রাকের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আজ সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। দুর্ঘটনার শিকার বাসটি ইজতেমা ফেরত লোকজন নিয়ে সিলেটে যাচ্ছিল।
সিলেটে বাস ট্রাকের সংঘর্ষে চার জন নিহত
সিলেটে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে যাওয়া ট্রাকটি। ছবি: স্টার

বিশ্ব ইজতেমা থেকে ফেরার পথে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বাস ট্রাকের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আজ সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। দুর্ঘটনার শিকার বাসটি ইজতেমা ফেরত লোকজন নিয়ে সিলেটে যাচ্ছিল।

নিহতরা হলেন—নওগাঁ গ্রামের আবু বক্কর (৫০), আকবর আলী (৫০), আব্দুজ জাফর (৪৫) ও সুনামগঞ্জের সদর উপজেলার কাঠৈর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক। তারা সবাই বাসে ছিলেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল দ্য ডেইলি স্টারের সিলেট প্রতিনিধিকে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় সকাল ৭টার দিকে সিলেটগামী বাস ও ঢাকাগামী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে।

গতকাল ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমার আখেরি মুনাজাত শেষ তারা বাসে করে ফিরছিলেন বলে জানান ওসি।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়েছে।

Comments

The Daily Star  | English

Displaced bearing pad disrupted metro rail service: DMTCL official

Both local and Japanese workers and engineers were seen working to lift the pad back onto the pier

1h ago