সাকরাইন: ঘুড়ি, আলো আর আগুনের উৎসব
ঢাকার আকাশটাকে কখনো ঘুড়ি, আলো আর আতশবাজিতে ছেয়ে যেতে দেখেছেন?
পুরনো ঢাকার ঘিঞ্জি গলিগুলোতে এ বছরের পৌষ সংক্রান্তি যা সাকরাইন বা ঘুড়ি উৎসব নামে জনপ্রিয়, ফিরিয়ে নিয়ে এসেছিলো প্রাণ আর উৎসবের আমেজ। এই উৎসব এখন আর শুধু ঘুড়ি উড়ানোতেই সীমাবদ্ধ নেই, এলাকার বিভিন্ন বাসার ছাদগুলোতে দেখা যায় তরুণদের আগুন নিয়ে নানারকম কারসাজি এবং ফানুসের সমাহার।
বিস্তারিত দেখুন ভিডিওতে।
Comments