শ্রীদেবী-কন্যা জাহ্নবীর প্রথম চলচ্চিত্র আসছে জুলাইয়ে

বলিউডের স্বনামধন্য অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবীর প্রথম চলচ্চিত্র আসছে আগামী জুলাই মাসে। অভিনেতা শহিদ কাপুরের ভাই ঈশান খাত্তারের সঙ্গে রোমান্টিক চলচ্চিত্র ‘ধড়ক’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তাঁর।
Dhadak
আগামী জুলাইয়ে মুক্তি পেতে যাচ্ছে জাহ্নবী-ঈশান অভিনীত ‘ধড়ক’। ছবি: সংগৃহীত

বলিউডের স্বনামধন্য অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবীর প্রথম চলচ্চিত্র আসছে আগামী জুলাই মাসে। অভিনেতা শহিদ কাপুরের ভাই ঈশান খাত্তারের সঙ্গে রোমান্টিক চলচ্চিত্র ‘ধড়ক’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তাঁর।

ছবিটির প্রযোজক করণ জোহর সম্প্রতি এক টুইটার বার্তায় জানিয়েছেন, “ছয় মাস হয়ে গেলো ‘ধড়ক’-এর। ২০১৮ সালের ২০ জুলাই এটি মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান এবং অভিনয়ে রয়েছেন জাহ্নবী ও ঈশান।”

বহুল আলোচিত শ্রীদেবী-কন্যা জাহ্নবী চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয় করলেও শিশুশিল্পী হিসেবে ঈশানের অভিনয় শুরু হয় ২০০৫ সালে। এরপর, ২০১৬ সালে একটি নামহীন ছোট চরিত্রে অভিনয় করলেও মূলত চলচ্চিত্রে তাঁর ‘অভিষেক’ ধরা হয় গত বছর মুক্তি পাওয়া মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’-এর মাধ্যমে।

Comments

The Daily Star  | English

Female garment worker killed as two groups clash in Ashulia

A female garment worker was killed and at least eight others were injured in a clash between two groups of workers in Zirabo area of Ashulia today

54m ago