ঢাবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলা

ছাত্রী নিপীড়নে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের দাবিতে প্রশাসনিক ভবনে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর মঙ্গলবার (২৩ জানুয়ারি) ছাত্রলীগ হামলা করে উপার্যকে তার কার্যালয় থেকে বের করেছে।
du clash
২৩ জানুয়ারি ২০১৮ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের হামলায় আহত একজন শিক্ষার্থীকে মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে। ছবি: প্রবীর দাশ

ছাত্রী নিপীড়নে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের দাবিতে প্রশাসনিক ভবনে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর মঙ্গলবার (২৩ জানুয়ারি) ছাত্রলীগ হামলা করে উপার্যকে তার কার্যালয় থেকে বের করেছে। হামলায় আহতদের মধ্যে ২৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) চিকিৎসা দেওয়া হয়েছে।

সূত্র জানায়, আহতদের মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীও রয়েছেন।

গত ১৫ জানুয়ারি কয়েকজন ছাত্রীকে হয়রানির করার অভিযোগে দোষী ছাত্রলীগ কর্মীদের শাস্তির দাবিসহ চার-দফা দাবি নিয়ে মঙ্গলবার সকালে বিক্ষোভরত শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে তাঁর কার্যালয়ে অবরোধ করে রাখে।

আমাদের ঢাবি সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানান, বিকেল ৪টার দিকে ছাত্রলীগের ৩০০ থেকে ৪০০ কর্মী এসে বিক্ষোভরত শিক্ষার্থীদের উপাচার্যের অফিস ত্যাগ করতে বলে।

কিন্তু, শিক্ষার্থীরা অবরোধস্থল ত্যাগ করতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন।

ডিএমসিএইচ এর পুলিশ আউটপোস্টের ইন-চার্জ বাচ্চু মিয়া বলেন, আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Unesco lists rickshaws and rickshaw art as ‘intangible heritage’

The rest of the cultural heritages are Jamdani and Shital Pati weaving industries, Baul songs and Mongol Shobhajatra

31m ago