টেল এন্ডাররাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে: তামিম
১৭০ রানে ৮ উইকেট হারিয়ে তখন বেশ বিব্রত বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে দুশো রানের ভেতর গুটিয়ে যাওয়ার শঙ্কা। তখন হাল ধরলেন তিন টেল এন্ডার। ৯, ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যান মিলে যোগ করলেন আরও ৪৬ রান। তাতে ২১৬ রানের পূঁজি পায় বাংলাদেশ। তামিম বলছেন ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে তারাই।
৯ নম্বরে ব্যাট করতে নেমে সানজামুল ইসলাম ২৪ বলে ১৯ রান করেন সানজামুল ইসলাম। সাকিবের ৭৬ আর তামিমের ৫১ রানের পর ওটাই তৃতীয় সর্বোচ্চ। ১০ নম্বরে নামা মোস্তাফিজুর রহমান অপরাজিত ছিলেন ২২ বলে ১৮ রান করে। মেরেছেন দুই চার। শেষ দিকে নেমে দারুণ এক ছক্কায় ৮ রান করে অপরাজিত থাকেন রুবেল হোসেন।
এই সিরিজের আগে কন্ডিশনিং ক্যাম্পে টেল এন্ডারদের ব্যাটিং নিয়ে বাড়তি কাজ করেছিলেন খালেদ মাহমুদ সুজন। সেটাই দিনশেষে কাজে দিয়েছে বলে মত তামিমের, ‘হ্যাঁ, তাদের কথা আপনাকে বলতেই হবে। আমাকে আবারও এখানে টিম ম্যানেজমেন্টের কথা বলতে হয়। কৃতিত্বটা অবশ্যই টিম ম্যানেজমেন্টকে দিতে হবেই। কারণ গেল এক দেড় মাসে তাদেরকে (টেল এন্ডারদের) যেভাবে টিম ম্যানেজমেন্ট ব্যাট করার সুযোগ করে দিয়েছে এটা আপনারা যারা ক্লোজলি দেখেছেন তারাই বুঝবেন। এরা প্রচণ্ড পরিমাণে ব্যাট করেছে।‘
৯১ রানে জেতা ম্যাচে জিম্বাবুয়ে ব্যাট হাতে বলতে গেলে লড়াই-ই করতে পারেনি। তবে তামিম ইকবাল মনে করেন পার্থক্য গড়েছে লেজের ব্যাটিং, ‘আজকে কিন্তু ৯,১০, ১১ নাম্বারের ব্যাটসম্যানরা মিলেই ৫০ রান (আসলে ৪৬) করেছে। তারাই আসলে আজকের ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।’
Comments