বাংলাদেশকে জেতানোয় হাবিবুলকে ছাপিয়ে শীর্ষে মাশরাফি

অনেকের মতে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি মর্তুজা। তবে ওয়ানডেতে পরিসংখ্যানে এতদিন শীর্ষে ছিলেন হাবিবুল বাশার। গত ম্যাচ তাকে ছোঁয়ার পর এবার জিম্বাবুয়েকে হারানোর ম্যাচে বাংলাদেশকে সবচেয়ে বেশি ওয়ানডে জেতানো অধিনায়ক এখন মাশরাফি।
৬৯ ম্যাচে অধিনায়কত্ব করে ২৯ ম্যাচে বাংলাদেশকে জিতিয়েছিলেন হাবিবুল বাশার। মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়ে অধিনায়কত্বের ৩০তম জয় পেয়ে গেলেন মাশরাফি। এই উচ্চতায় উঠতে অধিনায়ক মাশরাফির লেগেছে ৫৩ ম্যাচ।
মাশরাফি আর হাবিবুলের পরের নামটি সাকিব আল হাসানের। ৫০ ম্যাচে বাংলাদেশের ভার বয়ে জিতিয়েছেন ২৩ ম্যাচ। ৩৭ ওয়ানডেতে অধিনায়কত্ব করা মুশফিকুর রহিম দেশকে এনে দিয়েছেন ১১ জয়।
মাশরাফি এগিয়ে আছেন বড় আসরের সাফল্যেও। তার নেতৃত্বেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ।
Comments