সুযোগ হাতছাড়া করেছেন সাব্বির-নাসির!

১৪৭ থেকে ১৭০ রানে যেতে বাংলাদেশের পড়েছেন ৬ উইকেট। এই সময়টাই ক্রিজে থেকেও ব্যাটিং ধস সামাল দিতে পারেননি দুই স্বীকৃত ব্যাটসম্যান সাব্বির রহমান ও নাসির হোসেন। ম্যাচ সেরা তামিম ইকবালের মতে সুযোগ হাতছাড়া করেছেন তারা।
Sabbir Rahman
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

১৪৭ থেকে ১৭০ রানে যেতে বাংলাদেশের পড়েছেন ৬ উইকেট। এই সময়টাই ক্রিজে থেকেও ব্যাটিং ধস সামাল দিতে পারেননি দুই স্বীকৃত ব্যাটসম্যান সাব্বির রহমান ও নাসির হোসেন। ম্যাচ সেরা তামিম ইকবালের মতে সুযোগ হাতছাড়া করেছেন তারা।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ৯১ রানের ব্যবধানে হারালেও ব্যাটিং ধসটা ক্ষত হয়েই এসেছে। পিচ যেমনই হোক ২৩ রানে ৬ উইকেট হারানো চিন্তায় পড়ার মতো। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহর পর তামিমও আউট হয়ে গেলে বিপাকে পড়ে বাংলাদেশ। তখনো বাকি ১২ ওভারের বেশি। ক্রিজে থাকা সাব্বির-নাসির দুজনেই হয়েছেন ব্যর্থ। এই টুর্নামেন্টে বাংলাদেশের শক্ত টপ অর্ডারে নিচের দিকে নেমে কিছু করে দেখানোর সুযোগ খুব কম। তামিমের আজ ছিল তেমনই একটি দিন,

‘এই ধরনের সুযোগের জন্য সব খেলোয়াড় অপেক্ষা করে। আজকে তাদের সামনে একটা সুযোগ ছিলো।’

কাইল জার্ভিসের শর্ট বল পুল করতে গিয়ে ক্রেইগ আরভিনের দারুণ ক্যাচে পরিণত হন ৬ রান করা সাব্বির। সাব্বিরের শটে অবশ্য ভুল পাননি তামিম, ‘আমার মনে হয়, সাব্বির দুর্ভাগা। কারণ, অসাধারণ ক্যাচ ছিলো তার। তার শটে আমি খারাপ কিছুই দেখিনি।’

জার্ভিসেরই অফ স্টাম্পের বেশ বাইরের বল জায়গায় দাঁড়িয়ে চালাতে গিয়ে ২ রানেই ফেরেন নাসির। তার আউটের ধরন হতাশাজনক তামিমের কাছে, ‘নাসিরেরটা  হয়তো হতাশাজনক। আশা করি পরের ম্যাচগুলোতে হয়তো রান পাবে এবং নিজের আত্মবিশ্বাস ফিরে পাবে।’

Comments

The Daily Star  | English
Road crash deaths during Eid rush 21.1% lower than last year

475 killed in road accidents in November: Jatri Kalyan Samity

As many as 475 people died and 605 others were injured in 566 road accidents across the country in November this year, said a report of Bangladesh Jatri Kalyan Samity

44m ago