চবিতে মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলায় ১০ জন আহত হয়েছেন।
ছাত্রী নিপীড়নসহ চার দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে আজ চবিতে মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের চবি প্রতিনিধি জানান, দুপুর ১টার দিকে প্রায় ২৫ জনের মিছিলটি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের ৪০-৫০ জন হামলা চালায়।
হামলায় ছাত্রজোটের সমন্বয়ক ও চবির রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফজলে রাব্বি গুরুতর আহত হয়েছেন। তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
হামলার পর চবি শাখা ছাত্রলীগের বাতিলকৃত কমিটির সাবেক সভাপতি মো. আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেন, “ছাত্রলীগ ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারাই স্লোগান দিবে তাদেরকে প্রতিহত করা হবে।”
হামলার ব্যাপারে মৌখিক অভিযোগ পাওয়া কথা জানিয়ে প্রক্টর আলি আসগর চৌধুরী সাংবাদিকদের বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের এই ঘটনায় ব্যবস্থা নিবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নকারী ছাত্রলীগের নেতাদের বহিস্কারসহ চার দফা দাবিতে গতকাল সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে উপাচার্যের কার্যালয় অবরোধ চলাকালে আন্দলোনকারীদের ওপর হামলা করে ছাত্রলীগ।
Comments