হামলার প্রতিবাদে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কারসহ চার দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট আগামী ২৯ জানুয়ারি দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দলোনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আগামী ২৯ জানুয়ারি সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। ছবি: প্রথম আলোর সৌজন্যে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কারসহ চার দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট আগামী ২৯ জানুয়ারি দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে।

প্রগতিশীল ছাত্রজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ইমরান হাবিব আজ বুধবার দুপুরের পর সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেন। ধর্মঘটের আগের দিন ২৮ জানুয়ারি সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করারও ঘোষণা দেওয়া হয়।

একই দাবিতে আগামী ২৬ জানুয়ারি রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করবে প্রগতিশীল ছাত্রজোট।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে আরেকটি সংবাদ সম্মেলন থেকে গতকালের ঘটনার স্বচ্ছ তদন্তসহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাবির প্রশাসনিক ভবনে উপাচার্য মো. আখতারুজ্জামানের কার্যালয়ের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় নারী শিক্ষার্থীসহ প্রায় ৫০ জন আহত হন। এর মধ্যে ২৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওগুলোতে আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের ওপরও ছাত্রলীগের নেতাকর্মীদের চড়াও হতে দেখা গেছে।

সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত সরকারি কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে বিক্ষোভ থেকে ঘটনার সূত্রপাত। অধিভুক্তি বাতিলের দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা হুমকি দেন এবং ছাত্রীদের নিপীড়ন করেন বলে অভিযোগ রয়েছে। তখন থেকে এর প্রতিবাদে আন্দোলন চলছে।

এর মধ্যেই গতকাল আন্দোলনকারীদের ওপর হামলা করল ছাত্রলীগ।

Comments

The Daily Star  | English
BNP leader, BNP Vice Chairman Shahjahan Omar

BNP leader Shajahan to contest polls with AL ticket

BNP Vice Chairman Shahjahan Omar today said he has resigned from the party and gotten nomination from the ruling Awami League to contest the January 7 general election from Jhalakathi-1

32m ago