বাংলাদেশের ইতিহাসে এই দলটা অসাধারণ: চান্দিমাল

Dinesh Chandimal
দিনেশ চান্দিমাল। ছবি: ফিরোজ আহমেদ

নিজেদের ইতিহাসের সবচেয়ে অভিজ্ঞ দল নিয়েই খেলছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ  খেলা একাদশের সম্মিলিত ওয়ানডে সংখ্যা ছিল ১০৭৭! অভিজ্ঞতায় ফল আসছে মাঠেও। শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালও মনে করেন বাংলাদেশের ইতিহাসেই এই দলটি অসাধারণ। 

বাংলাদেশের নতুন দিন বদলের  শুরু ২০১৪ সালের শেষ দিকে। অধিনায়ক হিসেবে মাশরাফি মর্তুজা ওয়ানডে দলের ভার নেওয়ার পর বাংলাদেশ পেয়েছে একের পর এক সাফল্য। মাশরাফির নেতৃত্বে খেলা ৫৩ ম্যাচের ৩০টিতেই জিতেছে বাংলাদেশ। একদিনের ক্রিকেটে ঘরের মাঠে তো বাংলাদেশ এখন প্রায় অপ্রতিরোধ্য। ত্রিদেশীয় সিরিজ খেলতে এসে প্রতিপক্ষের শক্তির জায়গা নজর এড়ায়নি চান্দিমালের, 

‘বাংলাদেশের ইতিহাসে এই দলটা অসাধারণ। ওদের দারুণ কিছু প্লেয়ার আছে; তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ। মুল ব্যাপার হলো সিনিয়র প্লেয়ার হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। ৮-১০ বছর হলো আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। আমার মনে হয় এটাই তাদের বাড়তি সুবিধা। তারা সবাই অসাধারণ খেলছে।’

ঘরের মাঠে বাংলাদেশকে এগিয়ে রেখে চান্দিমাল বুঝে নিতে চাইছেন শক্তির জায়গা, 

‘বাংলাদেশ যখন তাদের ঘরের মাঠে খেলে তখন তারা দল হিসেবে সত্যিই ভাল। কৃতিত্বটা তাদের দিতেই হচ্ছে। এই টুর্নামেন্টে তারা অসাধারণ কিছু ম্যাচ খেলেছে। আপনি জানেন আমরা সবাই ভুল করতে পারি, ক্রিকেটটা এমনই। তারা তাদের ঘরের মাটিতে ভাল। তবে আমাদের  উচিত হবে দলের শক্তির জায়গাটি বুঝে খেলা।’

টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে এখনো কেবল এক জয় শ্রীলঙ্কার। ফাইনালে যাওয়া তাই ঝুলছে রানরেটের হিসাব নিকেশে। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে এখনি ফাইনালের ড্রেস রিহার্সাল বলতে পারছেন না তারা, ‘দল হিসেবে আমরা ওভাবে ভাবিনি। সত্যি কথা বলতে আমাদের ভাল খেলতে হবে এবং অন্য আট দশটা ম্যাচের মতোই। আমরা যে জায়গায় নিয়ন্ত্রণ রাখতে পারবো শুধু ওটাই ফোকাস করতে হবে। তাহলেই ফলাফল আমাদের পক্ষে আসবে।’

শ্রীলঙ্কাকে ভোগাচ্ছে ইনজুরি সমস্যাও। ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ছিটকে পড়ায় দলের ভার পড়েছে দিনেশ চান্দিমালের উপর। আগের ম্যাচে সাইড স্ট্রেনের চোটে পড়ে ছিটকে গেছেন ছন্দে থাকা ব্যাটসম্যান কুশল পেরেরা। তার জায়গায় উড়ে এসেছেন ধনঞ্জয়া ডি সিলভা। একাদশ সাজানো নিয়েও তাই কঠিন অবস্থায় চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা, 

‘গত দেড় বছর ইনজুরিই আমাদের দলের প্রধান বিবেচ্য বিষয়। যখন কেউ চোটে পড়ে তখন দলের সঠিক কম্বিনেশন দাঁড় করানো কঠিন হয়ে যায়। সে বিষয়ে আমরা কনসার্ন্ আছি। তবে ছেলেদের ফিটনেস এবং আগ্রহ নিয়ে ফিরে আসা প্রয়োজন।’

 

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

19h ago