বেনাপোল-পেট্রাপোলের পর বিএসএফ-বিজিবির যৌথ প্যারেডের প্রস্তাব ফুলবাড়ি সীমান্তেও

ভারত-পাকিস্তানের ওয়াগা সীমান্তের মতোই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে বাংলাদেশের ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে যৌথ প্যারেড করার প্রস্তাব করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
Benapole border
বেনাপোল-পেট্রাপোল সীমান্ত: ছবি: স্টার ফাইল ফটো

ভারত-পাকিস্তানের ওয়াগা সীমান্তের মতোই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে বাংলাদেশের ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে যৌথ প্যারেড করার প্রস্তাব করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

১৯৫৯ সাল থেকে ভারত ও পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের ওয়াগা সীমান্তে সূর্যাস্তের মুহূর্তে দুই দেশের জাতীয় পতাকা নামানোর সময় এই যৌথ প্যারেড অনুষ্ঠিত হয়। যা দেখতে শুধু ভারত-পাকিস্তান নয় বিশ্বের বহু দেশ থেকে হাজার-হাজার পর্যটক রোজই সেখানে বেড়াতে যান।

পাকিস্তানের সঙ্গে ভারতের এই মনোরম যৌথ প্যারেডের পর ২০১৩ সালের ৩ নভেম্বর ভারত-বাংলাদেশের বেনাপোল-পেট্রাপোল সীমান্তেও যৌথ প্যারেড শুরু হয়। তবে সেখানে জিরো পয়েন্টে পর্যাপ্ত জায়গা না থাকায় পর্যটকদের জন্য বিশেষ কোনও ব্যবস্থা করা সম্ভব হয়নি। আর সে কারণে পর্যটকদের তেমন পদচারণা নেই পেট্রাপোল-বেনাপোল সীমান্তের এই যৌথ প্যারেডে। সে কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের পর্যটন দফতর এবার রাজ্যটির উত্তরবঙ্গের দিকে এই যৌথ প্যারেডের দৃষ্টি ফেরাতে মরিয়া হয়েছে।

দায়িত্বশীল সূত্র বলছে কেন্দ্রের কাছে রাজ্য সরকারের যৌথ প্যারেডের প্রস্তাবনায় বলা হয়েছে, দুই বাংলার মানুষের সঙ্গে সৌহার্দ্য বাড়াতে এবং সীমান্তে যারা ঘুরতে যান সেই সব পর্যটকদের বিনোদনের আরো সুযোগ তৈরি করতে এমন উদ্যোগ বাস্তবায়ন করতে চাইছে পশ্চিমবঙ্গ রাজ্য। ইতোমধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ পশ্চিমবঙ্গে বেড়াতে আসছেন বলেও প্রস্তাবনায় যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে।

প্রস্তাবনায় দৃঢ়তার সঙ্গে আরো বলা হয়েছে, সীমান্তের এই যৌথ প্যারেড আগামীতে ভারতের প্রধান পর্যটক কেন্দ্র হিসেবেও জায়গা করে নিতে পারে।

পশ্চিমবঙ্গের পর্যটন বিষয়কমন্ত্রী গৌতম দেব কলকাতায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, উত্তরবঙ্গে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম দৃষ্টব্য হবে আগামীর ফুলবাড়ি সীমান্তের যৌথ প্যারেড। সেভাবেই পর্যটন দফতর পরিকল্পনা নিয়েছে।

পর্যটন দফতর সূত্র বলছে, পশ্চিমবঙ্গের অংশে বিএসএফের প্যারেডের সঙ্গে অতিরিক্ত হিসেবে ছোট ছোট শপিং সেন্টার, খাবারের দোকান এবং এক সঙ্গে পাঁচ হাজার পর্যটকের বসার জন্য একটি গ্রাউন্ড তৈরি করা হবে।

বলা বাহুল্য, ওয়াগা সীমান্তে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষীদের দৃষ্টি-নন্দন প্যারেড ছাড়া আর কিছুই দেখার সুযোগ নেই।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উত্তরবঙ্গ শাখা এই যৌথ প্যারেড নিয়ন্ত্রণ করবে। পর্যটন দফতর জানায়, সম্প্রতি ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পরীক্ষামূলকভাবে একবার যৌথ প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

এ ব্যাপারে বিএসএফের উত্তরবঙ্গ শাখার একজন কর্মকর্তা জানান, “প্রস্তুতি চূড়ান্ত। কেন্দ্রীয় নির্দেশ পেলে যৌথ প্যারেড শুরু হবে।”

Comments

The Daily Star  | English

Labour bill put on the shelf

In an almost unheard-of move, President Mohammed Shahabuddin has sent a labour law amendment back to parliament for reconsideration, expressing concern over the proposed punishment of workers for wrongdoings.

6h ago