শুভেচ্ছাদূত অপু বিশ্বাস
চিত্রনায়িকা অপু বিশ্বাস বিনোদন ভিত্তিক এ্যান্ড্রয়েড অ্যাপ লিঙ্কআস-এর শুভেচ্ছাদূত হলেন। তাঁর সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে আরো থাকছেন কণ্ঠশিল্পী তাহসান। আগামী এক বছরের জন্য শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন তাঁরা।
গতকাল (২৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
অপু বিশ্বাস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বাংলাদেশে চীনা লিঙ্কআস অ্যাপ নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। ভালো লাগছে, তাহসান ভাইও আমার সঙ্গে থাকছেন। এই অ্যাপের মাধ্যমে আমরা এক সঙ্গে বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারণায় অংশ নেব। এই অ্যাপে তারকাদের যাবতীয় আপডেট পাওয়া যাবে।”
“এই অ্যাপে গান, নাটক, সিনেমা, মিউজিক ভিডিও পাওয়া যাবে। এছাড়া, রাজধানীর ট্রাফিক আপডেটও পাওয়া যাবে এই অ্যাপটিতে,” যোগ করেন ‘কোটি টাকার কাবিন’-খ্যাত এই অভিনেত্রী।
Comments