বাস দুর্ভোগ (পর্ব ৪)
ঢাকায় বাস থামার কিছু নির্দিষ্ট স্টপেজ থাকলেও লক্ষ্য করে দেখবেন খুব কম বাসই নির্দিষ্ট স্থানে থামে। এই শহরে ড্রাইভাররা বাস থামান তাদের সুবিধা মতো জায়গায়। কখনো বা বেশি যাত্রী পাওয়ার আশায় করা হয় ওভার-টেক পার্কিং। এর ফলে সৃষ্টি হয় যানজট এবং দুর্ভোগ। এটি রাস্তার প্রতিদিনকার চিত্র।
ঢাকায় বাস থামার কিছু নির্দিষ্ট স্টপেজ থাকলেও লক্ষ্য করে দেখবেন খুব কম বাসই নির্দিষ্ট স্থানে থামে। এই শহরে ড্রাইভাররা বাস থামান তাদের সুবিধা মতো জায়গায়। কখনো বা বেশি যাত্রী পাওয়ার আশায় করা হয় ওভার-টেক পার্কিং। এর ফলে সৃষ্টি হয় যানজট এবং দুর্ভোগ। এটি রাস্তার প্রতিদিনকার চিত্র।
দর্শক, স্টার লাইভ আপনাদের কাছে তুলে ধরছে ঢাকায় বাসের পার্কিং এবং স্টপেজের চিত্র।
Comments