মোস্তাফিজের দ্রুততম ৫০ উইকেট
বাংলাদেশের দ্রুততম হিসেবে ওয়ানডেতে ৫০তম উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। উপুল থারাঙ্গাকে বোল্ড করে এই মাইলফলকে পৌঁছান তিনি। এর আগে রেকর্ডটি ছিল আব্দুর রাজ্জাকের দখলে। ৩২ ম্যাচে ৫০ উইকেট পেয়েছিলেন বাঁহাতি স্পিনার। ২৭ ম্যাচেই উইকেটে ফিফটি করে রাজ্জাককে ছাড়িয়ে গেলেন তিনি।
২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকের সিরিজের প্রথম তিন ম্যাচেই ১৩ উইকেট দিয়ে শুরু করেছিলেন। মাঝে চোটের কারণে বাধাগ্রস্থ হয় ক্যারিয়ার। চোট থেকে ফিরেও ছন্দ পেতে দেরি হচ্ছিল তার।
ত্রিদেশীয় সিরিজের শুরু থেকেই পুরো ছন্দে বল করতে দেখা গেছে তাকে। আগের চার ম্যাচে ৫ উইকেট নিয়েছে। সবচেয়ে বড় কথা তার বল থেকে রান বের করতেই ভুগতে হয়েছে ব্যাটসম্যানদের।
২৭ ম্যাচে ৫০ উইকেট নেওয়া মোস্তাফিজ বোলিং গড় রেখেছেন ২০ এর নিচে।
Comments