চোট পাওয়ার পর স্ক্যান করাতে হাসপাতালে সাকিব
ফিল্ডিং করতে গিয়ে হাতে বামহাতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। হাতের চোটের অবস্থা বুঝতে স্ক্যান করতে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফিল্ডিং করতে গিয়ে হাতে বামহাতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। হাতের চোটের অবস্থা বুঝতে স্ক্যান করতে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
৪২তম ওভারে মোস্তাফিজের বলটা মিড অফে ঠেলে দৌঁড় দিয়েছিলেন দিনেশ চান্দিমাল। রান আউট করতে বল কুড়িয়ে থ্রো করতে গিয়ে আঙুলে ব্যথা পেয়ে থামকে যান সাকিব আল হাসান। প্রচণ্ড ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
পরে চোটের অবস্থা জানতে নেওয়া হয়েছে হাসপাতালে। ইনিংসে সাকিব বল করেছেন ৫ ওভার। তাতে ২০ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি।
ব্যাটিংয়ে সাকিব নামেন তিন নম্বরে। খানিকক্ষণ পরই রান তাড়ায় নামতে হবে বাংলাদেশকে।
Comments