সাড়ে তিন বছর পর টেস্ট দলে আব্দুর রাজ্জাক

জাতীয় দলে ফেরার আশা হয়ত আব্দুর রাজ্জাক একদম ছাড়েননি তবে নিশ্চিতভাবে সে সম্ভাবনা কমে গিয়েছিল অনেক। এবার অনেকটা চমক হয়েই চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাকা হয়েছে এই বাঁহাতি স্পিনারকে। ফলে প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট দলে ফিরলেন তিনি।

চোটে পড়া টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের বদলে আগের দিনই সানজামুল ইসলাম ও তানবীর হায়দারকে দলে নেওয়া হয়েছিল। একদিন পর স্কোয়াডে বাড়ানো হলো আরও এক স্পিনার। রাজ্জাককে নিয়ে স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনারের সংখ্যা দাঁড়ালো ছয়জনে। প্রথমে দেওয়া ১৪ জনের দলের সদস্য সংখ্যাও এখন ১৬।

 
আব্দুর রাজ্জাক সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই। কোচ চণ্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর আর দলে ডাক পড়ছিল না তার। সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম বোলার হিসেবে স্পর্শ করেছেন ৫০০ উইকেটের মাইলফলক। সময়টা রাজ্জাকের জন্য বেশ উপভোগ্য হয়ে এবার এলো টেস্ট দলে ডাক।

 
চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ দল:  মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, নাঈম হাসান, সানজামুল ইসলাম, তানবীর হায়দার ও আব্দুর রাজ্জাক। 

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

5h ago