কাবুলে মিলিটারি একাডেমিতে জঙ্গি হামলায় নিহত ৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিলিটারি একাডেমিতে জঙ্গি হামলার ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার সকালে পাঁচ জঙ্গির হামলায় অন্তত পাঁচজন সৈন্য নিহত হয়েছেন।
হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
কাবুলে এম্বুলেন্স বোমা বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হওয়ার মাত্র দুদিনের মধ্যে মিলিটারি একাডেমিতে হামলা হল। সপ্তাহখানেক আগে কাবুলেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে হামলার ঘটনায় ২০ জন নিহত হয়েছিলেন। দুটি হামলারই দায় স্বীকার করেছিল তালেবান।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানান, ভোরের কিছুক্ষণ আগে সুরক্ষিত মার্শাল ফাহিম মিলিটারি একাডেমির পাশের তল্লাশি চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। পাঁচ জঙ্গির মধ্যে একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটান। অন্যরা গুলিতে নিহত হন।
সেখানকার স্থানীয় একজন বাসিন্দা জানান, ভোর ৫টা থেকে তিনি ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। প্রায় এক ঘণ্টা ধরে বিস্ফোরণগুলো চলে।
এর আগে গত অক্টোবরে প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটদের বহনকারী একটি বাসের সাথে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলার ঘটনায় ১৫ জন ক্যাডেট নিহত হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়টিতে আফগান সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
Comments