‘ছয় স্পিনার, বুঝতেই পারছেন কী হতে যাচ্ছে’

চট্টগ্রাম টেস্টের ১৬ জনের বাংলাদেশ দলে স্পিনারই আছেন ছয়জন। ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে তা মনে করিয়ে দিতেই বললেন, ‘বুঝতেই পারছেন কী হতে যাচ্ছে।’ উইকেটের কথা মুখে তুলতেই দিনেশ চান্দিমাল হেসেই বললেন, ‘এটা অবশ্যই টার্নিং পিচ।
স্পিনারদের নিয়ে অনুশীলনে ব্যস্ত স্পিন কোচ সুনীল যোশী আর টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ

চট্টগ্রাম টেস্টের ১৬ জনের বাংলাদেশ দলে স্পিনারই আছেন ছয়জন। ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে তা মনে করিয়ে দিতেই বললেন, ‘বুঝতেই পারছেন কী হতে যাচ্ছে।’ উইকেটের কথা মুখে তুলতেই দিনেশ চান্দিমাল হেসেই বললেন, ‘এটা অবশ্যই টার্নিং পিচ।’

টেস্টের আগের দিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট বিভ্রান্তি নাই কারোরই। ঘূর্ণি বোলাররাই যে ম্যাচের নিয়ন্ত্রক হতে যাচ্ছেন দুদলের হাবভাবেই তা স্পষ্ট।

ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টার্নিং পিচ বানিয়ে ফল পেয়েছিল বাংলাদেশ। উপমহাদেশের বাইরের দল হওয়ায় সে কৌশলটা ছিল অনেকটাই নিরাপদ। তবে শ্রীলঙ্কাও উপমহাদেশেরই দল। ওদের দলে আছেন রঙ্গনা হেরাথের মতো স্পিনার। টেস্টে যার ঝুলিতে চারশর বেশি উইকেট। অফ স্পিনার দিলরুয়ান পেরেরাও আছেন ফর্মের তুঙ্গে।

ঘরের মাঠে বাংলাদেশ তবু হাঁটছে নিজেদের শক্তির দিকেই। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকলেও বাকিদের নিয়ে পুষিয়ে দেওয়ার চিন্তা মাহমুদউল্লাহর।

‘আমরা আমাদের হোম কন্ডিশনে স্পিনারদের উপর ভরসা রাখি। আমাদের এই বিভাগটা বেশ ভালো, শক্ত । সাকিব নেই আমরা সেটা ব্যাকআপ করার চেষ্টা করবো।’

Mahmudullah
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

চট্টগ্রামের চিরাচরিত উইকেটই আশা করলেন বাংলাদেশ অধিনায়ক। শ্রীলঙ্কান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে মনে করছেন ব্যাটসম্যানদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা, ‘কি হতে যাচ্ছে (উইকেটের দিক থেকে) আমরা জানি। এই ধরনের উইকেটে শেষ কিছু দিন ফল পেয়েছে বাংলাদেশ। আমার মনে হয় দুদলের ব্যাটসম্যানদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।’

Taijul & Razzak
তাইজুল না রাজ্জাক? কে থাকবেন একাদশে? ছবি: ফিরোজ আহমেদ
সাকিব না থাকায় প্রথমে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ও লেগ স্পিনার তানবীর হায়দারকে ডাকা হয়েছিল। পরে দলে নেওয়া হয় অভিজ্ঞ আব্দুর রাজ্জাককেও। আগে থেকেই ছিলেন তাইজুল ইসলাম। দলে তাই বাঁহাতি স্পিনারই তিনজন। দুই অফ স্পিনার  তরুণ নাঈম হাসান আর মেহেদে হাসান মিরাজ মিলে স্পিনারদের ছড়াছড়ি। একাদশেও স্পিনারদের আধিক্য থাকা অনুমিতই। তবে একাদশে নিয়ে এখনো দোলাচলের কথা জানালেন অধিনায়ক,

‘এখনো আমরা চিন্তা করছি। আমরা আগামীকাল সিদ্ধান্ত নিবো কারা সেরা একাদশে থাকবে।’

বাংলাদেশ স্কোয়াডে ছয় বিশেষজ্ঞ স্পিনারের পাশাপাশি অধিনায়ক মাহমুদউল্লাহ, মোসাদ্দেক সৈকত অনিয়মিত অফ স্পিন বল করেন। দরকার পড়লে হাত ঘোরাতে পারেন মুমিনুল হকও। বুধবার সকাল সাড়ে নটায় শুরু প্রথম টেস্টের শুরু থেকেই স্পিনারদের বল করতে দেখা যেতে পারে। 

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago