খেলা

উইকেট থেকে আরও স্পিন আশা করেছিলেন তামিম

ম্যাচের আগে দুদলের চিন্তায় ছিল উইকেটের ধরণ। স্পিনাররা বাড়তি টার্ন পাবেন দেখে এক পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। তবে প্রথম দিন শেষে উইকেট থেকে স্পিনাররা সেভাবে সুবিধা না পাওয়ায় কিছুটা অবাক তামিম ইকবাল।
Tamim Iqbal
আগ্রাসী শুরু এনে দেন তামিম। ছবি: ফিরোজ আহমেদ

ম্যাচের আগে দুদলের চিন্তায় ছিল উইকেটের ধরণ। স্পিনাররা বাড়তি টার্ন পাবেন দেখে এক পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। তবে প্রথম দিন শেষে উইকেট থেকে স্পিনাররা সেভাবে সুবিধা না পাওয়ায় কিছুটা অবাক তামিম ইকবাল।

টার্নিং পিচে শুরুতে ব্যাট করা সহজ। সময় গড়ানোর সঙ্গে বাড়ে স্পিনারদের কারিকুরি। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে পুরো দিনেও অমন কোন সমস্যায় পড়েনি বাংলাদেশ। তবে উইকেট থেকে আরও স্পিন আশা করেছিলেন তামিম,

‘প্রত্যাশিত ছিলো আরো বেশি স্পিন হবে। কিন্তু আমরা আগে ব্যাটিং করছি, সুতরাং এ নিয়ে আমাদের অভিযোগ নেই। আমরা যতো বেশি রান করতে পারি, আমার মনে হয় কাল থেকে রান করা কঠিন হবে।’

দিনশেষে ৪ উইকেটে ৩৭৪ করে ফেলেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে সুযোগ আছে ৫০০ রানে যাওয়ার। উইকেট যাইহোক বড় রান করেই ম্যাচে প্রাধান্য রাখতে চায় বাংলাদেশ,

‘আমরা এখন শক্ত অবস্থানে আছি। এখান থেকে আমাদের আরো রান করতে হবে। যতোই ফ্ল্যাট উইকেটে খেলেন না কেনো, বড় রান সব সময়ই কঠিন অন্য দলের জন্য। সুতরাং আমাদের জন্য এটাই নিশ্চিত করতে হবে।’

দিনশেষে ১৭৫ রান নিয়ে ব্যাট করছেন মুমিনুল হক। তার সামনে ডাবল সেঞ্চুরির আভাস। ৯ রানে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ। বাকিদের উপরও ভরসা আছে তামিমের,

‘যে দুজন ব্যাটসম্যান আছে, তারাও বড় কিছু করতে পারে। যারা ড্রেসিংরুমে আছে, তারাও বড় কিছু করতে পারে। আমাদের বড় জুটি করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।’

নিজেরা স্বস্তিতে ব্যাট করার পর উইকেটের আচরণের বদল চাইছেন তামিম, ‘এটাই আশা করবো যে, তারা ব্যাটিংয়ে আসার পরই যাতে বল ঘুরতে থাকে! আমি এটাই আশা করতে পারি আসলে (হাসি…)।’

Comments

The Daily Star  | English

I am a class one student in politics: Shakib

The number 1 all-rounder receives a grand welcome in Magura on his first visit since getting nomination from Awami League to contest in the upcoming national polls

26m ago