‘পদ্মাবত’ দেখতে পদ্মাবতীর সাজ

ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়ায় কয়েকটি পরিবার মিলে একটি প্রেক্ষাগৃহের একটি শোয়ের সব টিকিট কিনে নেন পরিচালক সঞ্চয় লীলা বানশালির বহুল চর্চিত ‘পদ্মাবত’ দেখার জন্যে। শুধু তাই নয়, আমন্ত্রিত দর্শকদের জন্যে বেঁধে দেওয়া হয় ড্রেস কোড।
 Padmavat
‘পদ্মাবত’ চলচ্চিত্রের একটি দৃশ্যে দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়ায় কয়েকটি পরিবার মিলে একটি প্রেক্ষাগৃহের একটি শোয়ের সব টিকিট কিনে নেন পরিচালক সঞ্চয় লীলা বানশালির বহুল চর্চিত ‘পদ্মাবত’ দেখার জন্যে। শুধু তাই নয়, আমন্ত্রিত দর্শকদের জন্যে বেঁধে দেওয়া হয় ড্রেস কোড।

ড্রেস কোড অনুযায়ী রানি পদ্মাবতীর সাজে নারীরা আসেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহিদ কাপুর অভিনীত এই ইতিহাস আশ্রিত চলচ্চিত্রটি দেখতে। ছেলেদের গায়ে ছিলো সিনেমায় ব্যবহৃত ঐতিহ্যবাহী পোশাক।

বিশিষ্ট ট্রেড অ্যানালিস্ট কমল নেহতা টুইটারে সেই প্রেক্ষাগৃহের দর্শকদের ‘পদ্মাবত উদযাপন’-এর একটি ভিডিও শেয়ার করে লিখেন, “ক্যালিফোর্নিয়ার সানিভেলের সান ফ্রান্সিসকো বে এলাকার কয়েকটি পরিবার মিলে একটি প্রেক্ষাগৃহের একটি শোয়ের সব টিকিট কিনে নিয়েছিলেন। তারা ‘পদ্মাবত’ দেখার জন্যে বেঁধে দিয়েছিলেন ড্রেস কোড। এই নাচটি তারা নেচেছিলেন শো শুরুর আগে।”

ভারতের রাজস্থান রাজ্যের ১৩ শতকের সুফি কবি মালিক মোহাম্মদ জয়সির কবিতা ‘পদ্মাবত’ এর অবলম্বনে বানশালি তৈরি করেন এই চলচ্চিত্রটি। রাজপুত জনগোষ্ঠীকে হেয় করা হয়েছে এমন অভিযোগে ছবিটির নির্মাণকালেই ব্যাপক বিরোধিতার মুখে পড়েন পরিচালক। সেই বিরোধিতা একসময় দেশটির বিভিন্ন অঞ্চলে সংঘাতের রূপও নেয়।

নিজ দেশের সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া নিয়েও বানশালিকে পড়তে হয় নানাবিধ জটিলতায়। অবশেষে, গত ২৫ জানুয়ারি ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পায় ‘পদ্মাবত’। ইতোমধ্যে, যুক্তরাষ্ট্র ও কানাডায় ভারতীয় চলচ্চিত্র হিসেবে নতুন ইতিহাস সৃষ্টি করেছে এই ছবিটি।

 

আরো পড়ুন:

‘পদ্মাবত’: উত্তর আমেরিকায় বলিউডের নতুন ইতিহাস

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago