পশ্চিমবঙ্গে বিস্ফোরকসহ ২ জেএমবি সদস্য গ্রেফতার

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বিপুল পরিমাণ বিস্ফোরকসহ দুজন ভারতীয় যুবককে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, ধৃত দুজনই জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-র পশ্চিমবঙ্গ শাখার সদস্য।
WB JMB men
কথিত জেএমবি সদস্য জামিরুল শেখ এবং পয়াগম্বর শেখ (ডানে)। ছবি: স্টার

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বিপুল পরিমাণ বিস্ফোরকসহ দুজন ভারতীয় যুবককে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, ধৃত দুজনই জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-র পশ্চিমবঙ্গ শাখার সদস্য।

ঠিক কবে তাদের গ্রেফতার করা হয়েছে তা পরিষ্কার করেনি কলকাতা পুলিশ। তবে গতকাল (১ ফেব্রুয়ারি) বিকালে তাদের দুজনকেই কলকাতায় আনা হয়। শনিবার তাদের আদালতে তোলা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এদিন সন্ধ্যায় কলকাতা পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বিবৃতিতে বলা হয়, ধৃত দুজনকে মুর্শিদাবাদ ও দার্জিলিং থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজনের নাম জামিরুল শেখ এবং অন্যজনের নাম পয়াগম্বর শেখ। তাদের দুজনের বাড়ি মুর্শিদাবাদ জেলায়।

বিবৃতিতে আরো বলা হয়, ধৃতদের কাছ থেকে ৫০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।

Comments