রাষ্ট্রপতি হামিদের ২য় মেয়াদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ
রাষ্ট্রপতি আবদুল হামিদের ২য় মেয়াদের জন্য তাঁর পক্ষ থেকে আজ (২ ফেব্রুয়ারি) সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
নির্বাচন কমিশনের যুগ্মসচিব (মিডিয়া ও প্রকাশনা) আসাদুজ্জামান আরজু ডেইলি স্টারকে জানান, জাতীয় সংসদের চিপ হুইপ এএসএম ফিরোজের নেতৃত্বে একটি দল আগারগাঁও এ নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে।
জাতীয় সংসদে প্রতিনিধিত্ব রয়েছে এমন দলগুলো থেকে যদি মনোনয়নপত্র সংগ্রহ করা না হয় তাহলে রাষ্ট্রপতি হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
গতকাল (১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দ্বিতীয় মেয়াদের জন্যে তাঁর দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করেন।
এর আগে, গত ৩১ জানুয়ারি গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতির পদে আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। এই পদে নির্বাচন হবে আগামী ১৮ ফেব্রুয়ারি।
Comments