লঙ্কানদের রান উৎসবে বাংলাদেশের নেতিয়ে পড়ার দিন
প্রথম ইনিংসে ৫১৩ রান তুলে বেশ তরতাজাই ছিল বাংলাদেশ। অথচ সেই রানকে পাত্তাই দিচ্ছে না শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা আর কুশল মেন্ডিস খেলেছেন ম্যারাথন দুই ইনিংস। রোশান ডি সিলভাও আছেন তিন অঙ্কের পথে। লঙ্কানদের রান উৎসবে নেতিয়ে পড়েছে টাইগারদের শরীরী ভাষাও। তৃতীয় দিনশেষে মলিন বাংলাদেশ মাঠ ছেড়েছে রাজ্যের অন্ধকার নিয়ে।
১ উইকেটে ১৮৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। শুক্রবার দিনভর পড়েছে আর মাত্র ২ উইকেট। লঙ্কানদের বোর্ডে যোগ হয়েছে আরও ৩১৭ রান। হাতে ৭ উইকেট নিয়ে বাংলাদেশের স্কোর থেকে মাত্র ৯ রান পিছিয়ে আছে তারা। ৮৭ রান নিয়ে ক্রিজে আছেন রোশান ডি সিলভা, অধিনায়ক দিনেশ চান্দিমাল অপরাজিত ৩৭ রানে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছুটির দিনে জড়ো হওয়া হাজার তিনেক দর্শকদের বিরক্তির উদ্রেক করেছে বাংলাদেশের বোলিং-ফিল্ডিং। ম্যাচের মোমেন্টাম হারিয়ে ফেলা টাইগারদের শরীরী ভাষাতে ছিল না তেতে উঠার ঝাঁজ।
খানিক পর লিটনই অবশ্য আরেক উইকেটের সঙ্গী হতে পারতেন। মিরাজের বলে ১ রানে থাকা রোশন ডি সিলভার স্টাম্পিংয়ের কঠিন সুযোগ পেয়েছিলেন তিনি। জীবন পাওয়া রোশন দিনশেষে অপরাজিত আছেন ৮৭ রানে। বড় ইনিংসের অভ্যাস থাকা এই ব্যাটসম্যান দিচ্ছেন আরও বিপদজনক হওয়ার আভাস।
লঙ্কানদের সবচেয়ে দামি উইকেটটি পেয়েছেন তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনও উইকেট নেওয়ার মতও বেশ কটি সুযোগ তৈরি করেছিলেন তিনি। দারুণ খেলা কুশল মেন্ডিস ভালো বলে চওড়া ব্যাট নিয়ে খেললেও ভুল করেছেন ডাবল সেঞ্চুরির কাছে গিয়ে। ১৯৬ রানে তাইজুলকে অহেতুক উড়াতে গিয়ে ক্যাচ দেন মিড অনে। গত বছর গলে বাংলাদেশে বিপক্ষে ১৯৪ রানে উইকেট বিলিয়ে ফিরেছিলেন মেন্ডিস, তার পুনরাবৃত্তি হলো চট্টগ্রামেও।
এ পর্যন্ত বাংলাদেশের সফল বোলার মোস্তাফিজ। ২৫ ওভারে ৮৮ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। ৫১ ওভার বল করে তাইজুল ১ উইকেট পেতে দিয়েছেন ১৪৪ রান। দলের সেরা স্পিনার মেহেদী হাসান মিরাজ পুরো ইনিংসে মাত্র ১৯ ওভার বোলিং । ০ রানে প্রথম উইকেট নেওয়ার পর ৯৭ রান দিয়েও অবশ্য সাফল্যের দেখা পাননি তিনি।
Comments