চতুর্থ দিনেও একই মেজাজে ব্যাট করার পণ শ্রীলঙ্কার
পুরো দিনে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা যেভাবে খেলেছেন মনে হচ্ছিল তা চাইলে কেউ তাদের ফেরাতে পারবে না। তৃতীয় দিনে বাংলাদেশ লঙ্কানদের কেবল ২ উইকেটই ফেলতে পেরেছে। চতুর্থ দিন লাঞ্চ পর্যন্তও একই মেজাজে ব্যাট করে যেতে চায় লঙ্কানরা।
তৃতীয় দিনে মোট ৩১৭ রান করেছে শ্রীলঙ্কা। উইকেট হারিয়েছে কেবল দুটি। ৩ উইকেটে ৫০৪ রান নিয়ে চতুর্থ দিনে বাংলাদেশের ৫১৩ ছাড়িয়ে অনায়াসে অনেকদূর যাওয়ার সুযোগ তাদের। দলের ব্যাটিং কোচ থিলান সামারাবীরা মনে করেন তাড়াহুড়ো না করে লাঞ্চ পর্যন্ত একই মেজাজ থাকবে তাদের,
‘আমরা লিড নিয়ে ভাবছি না। যতদূর সম্ভব ব্যাট করে যেতে চাই। প্রথমত চতুর্থ দিন লাঞ্চ পর্যন্ত একইভাবে ব্যাট করতে চাইম পরে দেখব কি হয়।’
লঙ্কান ইনিংসের মূল কারিগর ছিলেন দুজন। দ্বিতীয় উইকেট জুটিতে ৩০৮ রানের ম্যারাথন জুটি গড়া ধনঞ্জয়া ডি সিলভা আর কুশল মেন্ডিস বেধে দিয়েছেন ম্যাচের সুর। দুজনই আউট হয়েছেন ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে। ধনঞ্জয়া করেছেন ১৭০ রান, মেন্ডিসের ব্যাট থেকে এসেছে ১৯৬ রান। সামারাবীরাও ফুলমার্কস দিলেন এই দুজনকে, ‘পুরো কৃতিত্ব ধনঞ্জয়া আর মেন্ডিসের। আমরা দ্রুত উইকেট হারানোর পর তারা শুরু করেছে। তিনশ রানের জুটি গড়েছে।
দিনের প্রথম দুই ঘন্টা পার করে বড় জুটি গড়তে চায় শ্রীলঙ্কা। নিজেরা এক ইনিংস ব্যাট করেই কাবু করতে চায় বাংলাদেশকে, ‘কাল প্রথম দুই ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। আমরা জুটি গড়তে চাইব। আমাদের লম্বা সময় ব্যাট করতে হবে। কারণ খেলার এখনো ১৮০ ওভার বাকি। আমাদের দারুণ তিনজন স্পিনার আছে। কাজেই ব্যাটিংটা চালিয়ে যাব।’
Comments