দ্বিতীয় টেস্টের দলে ফিরলেন সাব্বির, বাদ সানজামুল-রুবেল
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফেরানো হয়েছে ব্যাটসম্যান সাব্বির রহমানকে। চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত সানজামুল ইসলাম বাদ পড়েছেন। চট্টগ্রাম টেস্ট না খেলেও স্কোয়াড থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন। চোট থেকে না সারায় নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
চট্টগ্রাম টেস্টের দলে শুরুতে ছিলেন না আব্দুর রাজ্জাক। হুট করে দলে আনা হয় তাকে। কিন্তু ম্যাচের দিন তার বদলে একাদশে দেখা যায় সানজামুল ইসলামকে। তবে অভিষেকটা একদম সুখকর হয়নি এই স্পিনারের। ৪৫ ওভার বল করে ১৫৩ রান দিয়ে তিনি পান মাত্র ১ উইকেট। তার বোলিংয়ে সন্তুষ্ট না হয়ে বাদ দেওয়া হলো তাকে। তবে চট্টগ্রাম টেস্টের মতই ঢাকা টেস্টের দলেও আছেন আব্দুর রাজ্জাক। ঘরোয়া ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ সাব্বির রহমান কোন কিছু না করেই ফের দলে ফিরেছেন। আর রুবেল হোসেন বাদ পড়েছেন না খেলেই।
ঢাকায় দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মুমিনুল হক ও তানবীর হায়দার।
Comments