মুশফিক-মন্ডির ঘরে পুত্র সন্তান
চট্টগ্রাম টেস্ট ড্র করে রোববার সন্ধ্যাতেই ঢাকার বিমান ধরেছিলেন মুশফিকুর রহিম। সুখবরের আভাস আগেই মিলেছিল। আজ (সোমবার) সকালে মুশফিকুর রহিম ও জান্নাতুল কিফায়াত মন্ডির ঘরে জন্ম নিয়েছে পুত্র সন্তান।
রাজধানীর স্কয়ার হাসপাতালে সোমবার সকাল সাড়ে ৯টায় পৃথিবীতে আসে মুশফিকের প্রথম সন্তান। মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে মুশফিকের ছেলের জন্ম হয়েছে। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে।’
সদ্য বাবা হলেও জাতীয় দলের খেলা থাকায় খুব বেশি ছুটি পাচ্ছেন না মুশফিকুর রহিম। বৃহস্পতিবার থেকে মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। চোটের কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় মুশফিকের খেলাটা দলের জন্যও আরও গুরুত্বপূর্ণ।
Comments