আবারো অস্কারের মঞ্চে এআর রহমান

আবারো অস্কারের মঞ্চে ডাক পড়েছে মোজার্ট অব মাদ্রাজ-খ্যাত ভারতীয় মিউজিক কম্পোজার এআর রহমানের। আগামী মার্চে অস্কার পুরস্কার প্রদানের অনুষ্ঠানে সংগীত পরিবেশনার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।
AR Rahman
মিউজিক কম্পোজার এআর রহমান। ছবি: সংগৃহীত

আবারো অস্কারের মঞ্চে ডাক পড়েছে মোজার্ট অব মাদ্রাজ-খ্যাত ভারতীয় মিউজিক কম্পোজার এআর রহমানের। আগামী মার্চে অস্কার পুরস্কার প্রদানের অনুষ্ঠানে সংগীত পরিবেশনার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।

পরিচালক ড্যানি বয়লের আটটি অস্কার জেতা ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এ ‘জয় হো’ গানটির জন্য দুটি অস্কার পেয়েছিলেন এআর রহমান। সেই গানটি এবার পরিবেশন করতে হবে অস্কার পুরস্কার বিতরণীর মঞ্চে।

রহমানের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে আরো পাঁচ মিউজিক কম্পোজারকে। তাঁরা হলেন: ‘ডানকার্ক’ চলচ্চিত্রের হ্যানস জিমার, ‘ফ্যানটম থ্রেড’-এর জনি গ্রিনউড, ‘দ্য শেপ অব ওয়াটার’-এর আলেক্সান্দ্রে দেসপ্লাট, ‘স্টার ওয়ার: দ্য লাস্ট জেডি’-র জন উইলিয়ামস এবং ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’-র কার্টার বুরওয়েল।

তথ্যসূত্র: মুম্বাই মিরর

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

1h ago