নরসিংদীতে খালেদা জিয়ার বিরুদ্ধে জুতা মিছিল, পুলিশের ধরপাকড়

খালেদার গাড়িবহর নরসিংদী অতিক্রমকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জুতা মিছিল করে। ছবি: স্টার

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে নরসিংদীতে জুতা মিছিল হয়েছে। সোমবার সকালে সিলেট যাবার পথে খালেদার গাড়িবহর নরসিংদী অতিক্রমকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগরে এ ঘটনা ঘটে।

বিএনপির নরসিংদী জেলা শাখার সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জুতা মিছিল করেছেন।

এছাড়াও খালেদার যাত্রাপথে শুভেচ্ছা জানাতে জড়ো হওয়া নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ উঠেছে। বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এড. সানাউল্লাহ মিয়া, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ।

খালেদা জিয়া সোমবার সকালে সিলেট যাবার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগর ও কারারচরে জড়ো হলে বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. সানাউল্লাহ মিয়াসহ ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে আসা বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিলে পুলিশ তাদেরকে ধাওয়া করে ব্যানার ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

36m ago